জনপ্রিয়তার কারণেই প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে: ভিপি প্রার্থী শামীম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২৭ পিএম, ৯ই সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন অভিযোগ করেছেন, পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমের মাধ্যমে তার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হচ্ছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে সিনেট ভবন কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
আরও পড়ুন: অনুমতি নিয়েই ভোটকেন্দ্রে প্রবেশ করেছি: ভিপি প্রার্থী আবিদুল
শামীম বলেন, কয়েকটি চিহ্নিত গণমাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্ম থেকে ট্যাগিংয়ের মাধ্যমে তার জনপ্রিয়তাকে লক্ষ্য করে ভোট কমানোর চেষ্টা করা হচ্ছে। তবে তিনি আগে থেকেই এমন পরিস্থিতির আশঙ্কা করেছিলেন।
তিনি আরও বলেন, “শিক্ষার্থীরা সচেতন, তারা সঠিক প্রার্থী বেছে নেবে। প্রোপাগান্ডা দিয়ে কিছুই হবে না। ভোটের পরিবেশ এখনো ইতিবাচক রয়েছে। এই পরিবেশ বজায় থাকলে ফলাফল যাই হোক, আমি মেনে নেব।”
আরও পড়ুন: জয়ের ব্যাপারে আশাবাদী উমামা ফাতেমা
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে শামীমের দাবি, প্রতিদ্বন্দ্বীরা তার জনপ্রিয়তা দেখেই এই ধরনের প্রচারণায় নেমেছে। তবে শিক্ষার্থীরা ব্যালটের মাধ্যমে এর জবাব দেবেন বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৯১৫ এবং নারী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন। ২৮টি পদের বিপরীতে লড়ছেন মোট ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৫ জন প্রার্থী।
এএস