ডাকসু নির্বাচন

শিবিরের এগিয়ে থাকায় শাহবাগে সমর্থকদের উচ্ছ্বাস


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:০৯ এএম, ১০ই সেপ্টেম্বর ২০২৫


শিবিরের এগিয়ে থাকায় শাহবাগে সমর্থকদের উচ্ছ্বাস
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা চলাকালীন শাহবাগ এলাকায় ইসলামী ছাত্রশিবিরের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।


অমর একুশে হল, সুফিয়া কামাল হল ও জিয়া হলসহ একাধিক হলে শিবির সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন বলে খবর পাওয়া গেছে।


আরও পড়ুন: শহীদুল্লাহ হলে বড় ব্যবধানে এগিয়ে সাদিক কায়েম, আবিদ ১৯৯


মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত তিনটার দিকে শাহবাগে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশমুখে গিয়ে দেখা যায়, জামায়াতে ইসলামী ও শিবিরের সমর্থকরা আনন্দ-উচ্ছ্বাসে স্লোগান দিচ্ছেন। তারা ‘শিবির শিবির’ এবং প্রার্থী সাদিক-ফরহাদের নাম ধরে শ্লোগান তুলছেন।


এ সময় শিবিরের এক কর্মী আকরাম হোসেন বলেন, “আমরা দীর্ঘদিন নানা নির্যাতনের শিকার হয়েছি। হলে হলে আমাদের দমন করা হয়েছে। আজকের এই বিজয় শুধু শিবিরের নয়, এটি ঢাবির সব ছাত্র সমাজের বিজয়। এটি বাংলাদেশপন্থিদের জয়।”


আরও পড়ুন: ৫ কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম


ফলাফলের অগ্রগতির সঙ্গে সঙ্গে শিবির সমর্থকরা বিজয় মিছিলের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা গেছে।


এএস