Logo

শহীদুল্লাহ হলে বড় ব্যবধানে এগিয়ে সাদিক কায়েম, আবিদ ১৯৯

profile picture
জনবাণী ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৪
49Shares
শহীদুল্লাহ হলে বড় ব্যবধানে এগিয়ে সাদিক কায়েম, আবিদ ১৯৯
ছবি: সংগৃহীত

ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম বিপুল ভোটে এগিয়ে আছেন।

বিজ্ঞাপন

ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম বিপুল ভোটে এগিয়ে আছেন।

তিনি এ কেন্দ্রে পেয়েছেন ৯৬৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৯৯ ভোট। স্বতন্ত্র ঐক্যের প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ১৪০ ভোট এবং বাগছাস সমর্থিত প্রার্থী আব্দুল কাদের পেয়েছেন ৫৬ ভোট।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

একই হলে জিএস পদেও এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত এস এম ফরহাদ। তিনি পেয়েছেন ৮৭৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের শেখ তানভীর বারী হামিম পেয়েছেন ২৪৯ ভোট। এ ছাড়া বাগছাসের প্রার্থী আবু বাকের মজুমদার পেয়েছেন ২৪১ ভোট, আরাফাত চৌধুরী ৭৯ এবং আল সাদী ভূঁইয়া ৮ ভোট পেয়েছেন।

এজিএস পদে সর্বাধিক ভোট পেয়েছেন ছাত্রশিবিরের মহিউদ্দীন খান। তিনি পেয়েছেন ৮৪৪ ভোট। দ্বিতীয় অবস্থানে রয়েছেন ছাত্রদল সমর্থিত তানভীর আল হাদী মায়েদ, যিনি পেয়েছেন ১৭৯ ভোট। এছাড়া তাহমিদ মুদাসসির ১২৯, আশরেফা ২১ এবং এ্যানি পেয়েছেন ১৬ ভোট।

বিজ্ঞাপন

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD