খাদ্যে বিষক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ অভিনেত্রী চমকের


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১০:০৪ পিএম, ১১ই সেপ্টেম্বর ২০২৫


খাদ্যে বিষক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ অভিনেত্রী চমকের
ছবি: সংগৃহীত

ছোট পর্দার আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারর্সআপ হয়েছিলেন তিনি। এরপর তিন বছরের বিরতি নিয়ে ২০২০ সালে অভিনয়ে নাম লেখান। 


নিজের অভিনয় দক্ষতা দিয়ে অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এই অভিনেত্রী। যেখানে অভিনেত্রী দেশের বিভিন্ন বিষয়ে আপডেট দিয়ে থাকেন। 


আরও পড়ুন: আমেরকিায় ঘুরে বেড়াচ্ছেন জায়েদ-মাহি, আবারও প্রেমের গুঞ্জন শুরু


এবার এক পোস্টে দেশের কৃষক ও কৃষি নিয়ে কথা বলেছেন। পোস্টে তিনি ‍উল্লেখ করেছেন যে, ‘কৃষকের শরীরে ঢুকছে বিষ, ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য হচ্ছে অরক্ষিত।’


পোস্ট দিয়ে রুকাইয়া জাহান চমক লিখেছেন, ‘আমরা শুধু ব্যবসাটাই দেখি অথচ পুরো দেশটার ভেতরে সব শেষ হয়ে যাচ্ছে তা কেউ দেখি না। কখনো নদী, খাল, বিল আর মাঠে ভরা বাংলার জীবন ছিল প্রকৃতির সাথে একাত্ম।’


আরও পড়ুন: মৃত্যুর আগে বন্ধুকে নিয়ে যে স্মৃতিচারণ করেছিলেন মান্না


তার কথায়, ‘আজ সেই মাটি, পানি, বাতাস প্রতিদিন বিষাক্ত হয়ে উঠছে হাজার হাজার টন কীটনাশকে! ভাবুন তো, অদৃশ্য হয়ে যাচ্ছে মৌমাছি, পাখি, মাছ আমাদের জীবনের নীরব সহযোদ্ধারা।’


শেষে লিখেছেন, ‘কৃষকের শরীরে ঢুকছে বিষ, ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য হচ্ছে অরক্ষিত। প্রকৃতিকে ধ্বংস করে আমরা কোথায় দাঁড়াব? এখনই সময় মাটি বাঁচানো, নদী রক্ষা করা, বাতাস শুদ্ধ রাখার। প্রকৃতি বাঁচলে তবেই টিকে থাকবে মানুষ।’ 


এমএল/