Logo

আমেরকিায় ঘুরে বেড়াচ্ছেন জায়েদ-মাহি, আবারও প্রেমের গুঞ্জন শুরু

profile picture
জনবাণী ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৪
51Shares
আমেরকিায় ঘুরে বেড়াচ্ছেন জায়েদ-মাহি, আবারও প্রেমের গুঞ্জন শুরু
ছবি: সংগৃহীত

অনেকে তো তাকে মজা করে ডাকেন ‘ঢালিউডের প্রেমীক পুরুষ

বিজ্ঞাপন

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। জুলাই-আগস্ট আন্দোলনের আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। তবে বাংলাদেশে সরকার পতনের পর মাতৃভূমিতে ফেরার ইচ্ছা থাকার পরও সেটি আর হয়ে ওঠেনি এ অভিনেতার। দীর্ঘদিন ধরে আমেরিকায় সময় কাটানো জায়েদ খান সেখানেই বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত আছেন। 

জায়েদ খানকে নিয়ে যতটা আলোচনা পর্দায়, তারচেয়েও বেশি আলোচনা হয় পর্দার বাইরে। কারণ একটাই—প্রেমের গুঞ্জন। অনেকে তো তাকে মজা করে ডাকেন ‘ঢালিউডের প্রেমীক পুরুষ’।

বিজ্ঞাপন

কখনো চিত্রনায়িকা পপি, কখনো মাহিয়া মাহি—তার এই নামের তালিকা ছোট নয় মোটেও। তবে এসব গুঞ্জন নিয়ে কোনো সাড়া শব্দ নেই নায়কের। যেনো সেই গুঞ্জনগুলো ভালোই উপভোগ করেন তিনি। 

বিজ্ঞাপন

এক সময় পপির সঙ্গে নিয়মিত শো, পারফর্ম আর ঘোরাঘুরি, সব জায়গায় একসাথে দেখা যেত জায়েদকে। সেসব দিন এখন ইতিহাস। এরপর শুরু হয় মাহি অধ্যায়। বিভিন্ন প্রোগ্রাম, হাসি-ঠাট্টা আর একসাথে উপস্থিতি মিলিয়ে শুরু হয় নতুন গল্প। প্রেমের গুঞ্জনও তখন টক অব দ্য টাউন। কিন্তু হঠাৎ করেই থেমে যায় সেই আড্ডা। দীর্ঘদিন আর একসাথে দেখা মেলেনি এ ।

বিজ্ঞাপন

বিরতির পর আবার দেখা মিলল দূর আমেরিকায়! একটি ঘরোয়া অনুষ্ঠানে পাশাপাশি বসে হাসি-উজ্জ্বল মুখে ধরা দিলেন মাহি আর জায়েদ। মুহূর্তেই শুরু হয় গুঞ্জন, তাহলে কী পুরনো প্রেম আবার রঙিন হয়ে উঠছে?

বিজ্ঞাপন

মাহি বছর খানেক আগে ডিভোর্স নিয়ে এখন আমেরিকায় অবস্থান করছেন। অন্যদিকে জায়েদ খানও বহুদিন ধরে সেখানেই। মানে, এক দেশ, এক শহর, এক মঞ্চ— বাকি শুধু গল্পটা আবার শুরু হওয়ার অপেক্ষা!

বিজ্ঞাপন

তাহলে কী সত্যিই পুরনো প্রেমের নতুন অধ্যায়, নাকি নিছক কাকতালীয় মিলন-উত্তরটা আপাতত তাদের দুজনের কাছেই। তবে ঢালিউডপাড়ায় ইতোমধ্যেই শুরু হয়ে গেছে প্রেমের গুঞ্জন নিয়ে শোরগোল।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD