Logo

বইমেলায় তাড়া খেয়ে এবার ডিবি কার্যালয়ে হিরো আলম

profile picture
জনবাণী ডেস্ক
২৩ ফেব্রুয়ারী, ২০২৪, ০১:১০
1.5KShares
বইমেলায় তাড়া খেয়ে এবার ডিবি কার্যালয়ে হিরো আলম
ছবি: সংগৃহীত

বিকালে হিরো আলমকে দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বের করে দেন শতাধিক দর্শনার্থী।

বিজ্ঞাপন

অমর একুশে বইমেলা প্রাঙ্গণে তাড়া খাওয়ার ঘটনায় অভিযোগ জানানোর জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে গেছেন হিরো আলম।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার পর তিনি ডিবি কার্যালয়ে উপস্থিত হন। এর আগে বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকালে হিরো আলমকে দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বের করে দেন শতাধিক দর্শনার্থী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় সংবাদমাধ্যমকর্মীদের তিনি বলেন, “একজন মানুষকে শুধু বই বইমেলা থেকে না, যেকোনো স্থান থেকে কেউ কাউকে বের করে দিতে পারে না। সেখানে আমাকে বইমেলায় দুয়োধ্বনি দেওয়া হয়েছে। আর বিষয়টি আমার কাছে উদ্বেগ মনে হয়েছে। এ কারণে আমি ডিবি কার্যালয়ে এসেছি।”

বিজ্ঞাপন

হিরো আলম আরও বলেন, “এখন ডিবিতে অভিযোগ দেবো। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত-পূর্বক তারা দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলে আমি আশা করছি।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD