Logo

আন্দোলনের ঘোষণা দিলেন ডিপজল

profile picture
জনবাণী ডেস্ক
২১ ডিসেম্বর, ২০২৩, ২২:৩৪
1.7KShares
আন্দোলনের ঘোষণা দিলেন ডিপজল
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) তিনি দেশে ফেরেই দেশে ফিরেই আন্দোলনের ঘোষণা দিয়েছেন।

বিজ্ঞাপন

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ঢালিউডের  জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) তিনি দেশে ফেরেই  দেশে ফিরেই আন্দোলনের ঘোষণা দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই অভিনেতা।

বিজ্ঞাপন

সম্প্রতি বলিউডের বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে দেশের প্রেক্ষাগৃহে। মূলত এ কারণেই আন্দোলনের ঘোষণা দেন ডিপজল।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে ডিপজল বলেন, “আমাদের চলচ্চিত্রকে ধ্বংস করার জন্যই একটি চক্র উঠেপড়ে লেগেছে। আর আগে আমরা দেখেছি হিন্দি সিনেমা মুক্তি দেওয়ায় নেপালের ফিল্ম ইন্ডাস্ট্রি কীভাবে ধ্বংস হয়ে গেছে। বলা যায়, হিন্দি সিনেমার কবলে পড়ে বিলীন হয়ে গেছে তাদের নিজেদের চলচ্চিত্র।”

তিনি আরও বলেন, “আমাদের দেশেও যদি একের পর এক হিন্দি সিনেমা চালানো হয়, তাহলে দেশের চলচ্চিত্রও একদিন ধ্বংস হয়ে যাবে। আমাদের নিজস্ব ফিল্ম ইন্ডাস্ট্রি বলে কিছু থাকবে না।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে  শাহরুখ খানের ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমা দুটি দেশের প্রেক্ষাগৃহে ভালো ব্যবসা করেছে। এবার তার অভিনীত ‘ডাঙ্কি’ সিনেমা মুক্তির প্রস্তুত চলছে দেশে। আর এ নিয়ে শাহরুখ ফ্যানদের মধ্যে আনন্দের ঝড় উঠলেও দেশে হিন্দি সিনেমা মুক্তি দেওয়ার বিষয়টি একেবারেই মেনে নিতে নারাজ ডিপজল।

অভিনেতা বলেন, “আমি শুরু থেকেই দেশে হিন্দি সিনেমা মুক্তি দেওয়ার বিপক্ষে ছিলাম, ভবিষ্যতেও থাকব। কারণ বিদেশি সিনেমা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে ধ্বংস করবে। এভাবে আর চলতে দেওয়া যাবে না। এর বিরুদ্ধে কঠোর আন্দোলনে যেতে হবে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জনপ্রিয় এই খল-অভিনেতা আরও বলেন, “আর মাত্র কয়েকদিন পরেই জাতীয় সংসদ নির্বাচন। তাই এখন সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত। নির্বাচনের পর বিদেশি সিনেমার বিষয়টি নিয়ে আমরা আন্দোলনের ডাক দেব। আমি মনে করি, এর একটি সুরাহা হওয়া খুব জরুরি।”

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD