Logo

নতুন প্রেমে নার্গিস ফাখরি

profile picture
জনবাণী ডেস্ক
২১ ডিসেম্বর, ২০২৩, ০১:০৬
নতুন প্রেমে নার্গিস ফাখরি
ছবি: সংগৃহীত

তার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে কখনো মুখ খুলেননি নার্গিস।

বিজ্ঞাপন

নতুন প্রেমে মজেছেন ব্যক্তি জীবন নিয়ে আলোচনায় থাকা বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে নিজেই জানিয়েছেন। এর আগে ৫ বছরের প্রেম ছিল অভিনেতা উদয় চোপড়ার সঙ্গে তার। হঠাৎ কেন এই সম্পর্ক ভেঙ্গে গেল তা অজানা। 

গণমাধ্যমে বলা হয়েছে, ব্যক্তিগত জীবনে নার্গিসের সঙ্গে টনি বেগ নামে এক যুবককে দেখা গেছে। টনি ভারতের কাশ্মীরে জন্মগ্রহণ করেছেন। কিন্তু বসবাস করেন মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে; তিনি পেশায় একজন ব্যবসায়ী। কিন্তু তার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে কখনো মুখ খুলেননি নার্গিস। 

বিজ্ঞাপন

নার্গিস ফাখরি  বলেন, “এ বিষয়ে আমি বিস্তারিত জানাতে চাই না। তবে হ্যাঁ, আমার জীবনে কেউ একজন আছে। তাকে নিয়ে আমি খুবই সুখী।”

বিজ্ঞাপন

নিজেকে ভাগ্যবতী উল্লেখ করে তিনি বলেন, “আমি খুবই ভাগ্যবতী। কারণ অনেকে আমাকে পছন্দ করেন। আমি খুবই মিশুক প্রকৃতির মানুষ। যত্নশীল মানুষের সঙ্গ পেতে পছন্দ করি। সম্পর্কে থাকা ব্যক্তির সঙ্গেই এটা করতে হবে এমনটা নয়। আমার সঙ্গে থাকা প্রত্যেকেই আমার সঙ্গ পছন্দ করেন। আমি তাদের সঙ্গে না থাকলে তারা আমাকে অনুভব করেন।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

টনির সঙ্গে কি অফিশিয়ালি এগুবেন? এমন প্রশ্নের জবাবে নার্গিস ফাখরি বলেন, “অফিশিয়াল কি? বিবাহিত ব্যক্তিও তো অফিশিয়াল নন। আপনি যখন বলবেন, আপনি প্রেমে পড়েছেন, তখন সমস্ত রসায়নই ভুল পথে যাবে; কোনো কিছুই কাজ করবে না। এটিই ভালোবাসার ‘ভুল’, ভালো ভালোবাসা স্থিতিশীল; এটি আপনাকে স্বাভাবিকভাবে ঘরে নিয়ে যাবে।”

 উল্লেখ্য, সিনেমায় এখন খুব একটা নিয়মিত নন নার্গিস। মাঝে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। সম্প্রতি বিরতি ভেঙে ভারতে ফিরে ফের কাজ শুরু করেছেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD