Logo

আইফোন ১৮ সিরিজে থাকবে না যেসব ফিচার

profile picture
জনবাণী ডেস্ক
১৪ সেপ্টেম্বর, ২০২৫, ২০:৩৮
1Shares
আইফোন ১৮ সিরিজে থাকবে না যেসব ফিচার
ছবি: সংগৃহীত

আইফোন ১৭ সিরিজের ঝলমলে উদ্বোধন শেষ হতে না হতেই অ্যাপলকে ঘিরে নতুন গুঞ্জন শুরু হয়েছে। এবার আলোচনায় আইফোন ১৮ সিরিজ।

চীনা সোশ্যাল মিডিয়া উইবো’র পরিচিত টেক টিপস্টার ইনস্ট্যান্ট ডিজিটাল জানিয়েছে, আগামী বছর বাজারে আসতে যাওয়া iPhone 18, iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max-এ ডাইনামিক আইল্যান্ড কিছুটা ছোট হতে পারে। তবে থাকবে না বহুল আলোচিত আন্ডার-স্ক্রিন ফেস আইডি প্রযুক্তি।

গত কয়েক প্রজন্ম ধরেই ডাইনামিক আইল্যান্ড আইফোনের অন্যতম পরিচিত বৈশিষ্ট্য। শুরুর দিকে ধারণা ছিল আইফোন ১৭ প্রো-তেই এটি আকারে ছোট হবে। তবে সেই পরিবর্তন ঘটেনি। এবার খবর এসেছে, আইফোন ১৮ সিরিজে অবশেষে এই পরিবর্তন আনা হতে পারে। অনেকেই এটিকে দেখছেন ২০২৭ সালের ২০তম বার্ষিকীর “অল-গ্লাস আইফোন”-এর প্রস্তুতি হিসেবেও।

এদিকে আন্ডার-স্ক্রিন ফেস আইডি নিয়ে গুঞ্জন নতুন নয়। আইফোন ১৬ প্রো, আইফোন ১৭ প্রো— প্রতিটি সিরিজের আগেই এ নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু ইনস্ট্যান্ট ডিজিটালের দাবি, এই প্রযুক্তি বাজারের জন্য এখনো তৈরি হয়নি। হয়তো আইফোন ১৯ প্রো বা তার পরবর্তী সংস্করণে দেখা যেতে পারে এটি।

অর্থাৎ আইফোন ১৮ সিরিজে এখনো দৃশ্যমান ফ্রন্ট ক্যামেরা থাকবে। তবে সেটি ছোট ডাইনামিক আইল্যান্ডের ভেতরেই থাকবে।

উইবোতে প্রায় ১৫ লাখ ফলোয়ার রয়েছে ইনস্ট্যান্ট ডিজিটালের। আগেও তারা অ্যাপলের বেশ কিছু সঠিক ফিচার ফাঁস করেছিল। তবে সব ভবিষ্যদ্বাণী এখনো সত্যি হয়নি। আইফোন ১৭ নিয়ে তাদের কিছু তথ্য ভুল প্রমাণিত হয়েছিল।

আইফোন ১৮ সিরিজের বাজারে আসতে এখনও প্রায় এক বছর বাকি রয়েছে। তাই আসছে সময়ে আরও বিভিন্ন ফিচার ও গুঞ্জন ভেসে আসবে। যা ধীরে ধীরে অ্যাপলের পরবর্তী প্রজন্মের ডিভাইসের চেহারা স্পষ্ট করে তুলবে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD