Logo

উইন্ডোজ ১১-এ নতুন ফিচার, চমক আনছে মাইক্রোসফট

profile picture
জনবাণী ডেস্ক
১৬ সেপ্টেম্বর, ২০২৫, ২১:০১
5Shares
উইন্ডোজ ১১-এ নতুন ফিচার, চমক আনছে মাইক্রোসফট
ছবি: সংগৃহীত

মাইক্রোসফট তাদের সর্বশেষ অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১১-তে নতুন কিছু ফিচার পরীক্ষামূলকভাবে যুক্ত করেছে।

বেটা প্রিভিউ বিল্ডে দেখা যাচ্ছে, ব্যবহারকারীরা সরাসরি নেটওয়ার্ক ফ্লাইআউট থেকেই ইন্টারনেটের গতি পরীক্ষা করতে পারবেন। এ কারণে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে বিষয়টি ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

প্রযুক্তি সংবাদমাধ্যম নিওউইন-এর তথ্যে জানা যায়, এক্স প্ল্যাটফর্মের এক ব্যবহারকারী প্রথমবারের মতো ফিচারটির উপস্থিতি লক্ষ্য করেন। তার শেয়ার করা স্ক্রিনশটে দেখা যায়, ওয়াই-ফাই রিফ্রেশ বাটনের পাশেই একটি নতুন “স্পিড টেস্ট” অপশন যুক্ত হয়েছে।

বিজ্ঞাপন

এখানেই শেষ নয়, নেটওয়ার্ক ইন্ডিকেটরে রাইট-ক্লিক করলে কনটেক্সট মেনুতেও স্পিড টেস্ট শর্টকাট পাওয়া যাবে। এটি নেটওয়ার্ক ট্রাবলশুটার এবং সেটিংস অপশনের পাশাপাশি দেখা যাবে।

তবে এটি উইন্ডোজের নিজস্ব কোনো টুল নয়। বরং ফিচারটি ব্যবহারকারীকে সরাসরি বিং-এর স্পিড টেস্ট টুলে নিয়ে যাবে। যদিও এটি সম্পূর্ণ নেটিভ নয়, সহজ অ্যাক্সেসের কারণে এটি ব্যবহারকারীদের কাছে কার্যকর হবে বলেই ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, উইন্ডোজ ১১-এর চূড়ান্ত সংস্করণে ফিচারটির অবস্থান বা ধরন পরিবর্তিত হতে পারে। তবে যারা অপেক্ষা করতে চান না, তারা চাইলে বিকল্পভাবে স্পিড টেস্ট করতে পারবেন।

বিজ্ঞাপন

উদাহরণস্বরূপ, উইন্ডোজের পাওয়ারটয়েজ অ্যাপ-এর রান লঞ্চার ফিচারে একটি বিশেষ মডিউল আছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা ব্রাউজার বা বিং খোলার ঝামেলা ছাড়াই সরাসরি ইন্টারনেট স্পিড পরীক্ষা করতে পারবেন।

প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, মাইক্রোসফটের এই পদক্ষেপ ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে। বিশেষ করে ইন্টারনেট সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে গতি মাপতে পারা অনেককে সুবিধা দেবে।

বিজ্ঞাপন

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD