বছরের শেষ সূর্যগ্রহণ রবিবার, দেখা যাবে যেখানে

আবারও বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। আগামী রবিবার (২১ সেপ্টেম্বর) সংঘটিত হবে বছরের শেষ সূর্যগ্রহণ। ভারতীয় পঞ্জিকা অনুসারে এটি হবে আংশিক সূর্যগ্রহণ, যেদিন তিথিতে থাকবে অমাবস্যাও।
বিজ্ঞাপন
গত ৭ সেপ্টেম্বর চন্দ্রগ্রহণে ‘রক্তিম চাঁদ’ দেখেছিল বিশ্ববাসী। মাত্র দুই সপ্তাহ পরেই আবারও ঘটতে যাচ্ছে আংশিক সূর্যগ্রহণ, যা স্থায়ী হবে প্রায় ৪ ঘণ্টা ২৪ মিনিট।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় রবিবার রাত ১১টা ২৯ মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে। সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে রাত ১টা ৪১ মিনিটে এবং শেষ হবে রাত ৩টা ৫৩ মিনিটে। তবে বাংলাদেশে রাত থাকায় এ দৃশ্য চোখে পড়বে না।
বিজ্ঞাপন
আইএসপিআরের বিজ্ঞপ্তিতেও জানানো হয়েছে, সূর্যগ্রহণ শুরু হবে ২১ সেপ্টেম্বর রাত ১১টা ২৯ মিনিট ৪৮ সেকেন্ডে এবং শেষ হবে ২২ সেপ্টেম্বর রাত ৩টা ৫৩ মিনিট ৩৬ সেকেন্ডে। মোট স্থায়িত্বকাল প্রায় ৪ ঘণ্টা ২৪ মিনিট।
বিশেষজ্ঞদের মতে, নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া এবং পশ্চিম অ্যান্টার্কটিকার বিভিন্ন অঞ্চল থেকে সূর্যগ্রহণ প্রত্যক্ষ করা যাবে। গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ০.৮৫৫।
সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে সূর্যের আলো আংশিকভাবে ঢেকে দেয়। এ সময় পৃথিবীর নির্দিষ্ট অঞ্চলে সূর্যের আলো আড়াল হয়ে অন্ধকার নেমে আসে।
বিজ্ঞাপন
এবারের গ্রহণের গতিপথ শুরু হবে স্থানীয় সময় সকাল ৫টা ৫৩ মিনিটে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সামোয়া দ্বীপের উত্তর-পূর্ব অংশ থেকে। সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে সকাল ১০টা ১৩ মিনিটে অ্যান্টার্কটিকার ডুমন্ট ডি’উরভিল আবহাওয়া কেন্দ্রের দক্ষিণ-পশ্চিম দিকে। গ্রহণ শেষ হবে বিকেল ৫টা ৪৮ মিনিটে অ্যান্টার্কটিকার আলেকজান্ডার দ্বীপের উত্তর-পশ্চিম প্রান্তে।