Logo

স্মার্টফোনের ব্যাটারি ফুলে যেতে পারে যেসব কারণে

profile picture
জনবাণী ডেস্ক
১৯ সেপ্টেম্বর, ২০২৫, ২২:৫২
17Shares
স্মার্টফোনের ব্যাটারি ফুলে যেতে পারে যেসব কারণে
ছবি: সংগৃহীত

ডিজিটাল যুগে স্মার্টফোন এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। অনলাইন পেমেন্ট থেকে শুরু করে অফিসের কাজ, সিনেমা দেখা, সামাজিক যোগাযোগমাধ্যমে চ্যাট কিংবা ভিডিও কনফারেন্স—প্রতিদিনের প্রায় সব কাজেই প্রয়োজন হয় স্মার্টফোন।

বিজ্ঞাপন

কিন্তু এই অপরিহার্য যন্ত্রটির একটি বড় সমস্যা হলো ব্যাটারি ফুলে যাওয়া। বিষয়টি শুধু ফোনের ক্ষতি নয়, ব্যবহারকারীর জন্যও হতে পারে মারাত্মক বিপজ্জনক।

বিশেষজ্ঞরা বলছেন, ব্যাটারি ফুলে গেলে সেটি অবহেলা করা উচিত নয়। অনেকেই এ ধরনের ব্যাটারি দিয়েই ফোন ব্যবহার চালিয়ে যান, কিন্তু এতে ঝুঁকি আরও বাড়ে। কারণ ফুলে যাওয়া ব্যাটারি থেকে বিস্ফোরণ বা আগুন লাগার মতো ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। ব্যাটারির ভেতর জমে থাকা দাহ্য ও বিষাক্ত গ্যাস বের হয়ে গেলে তা মুহূর্তেই আশপাশের পরিবেশকে ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। চুলুন যেনে নেওয়া যাক কি জন্য ব্যাটারি ফুলে যায়।

কেন ব্যাটারি ফুলে যায়?

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, লিথিয়াম আয়ন বা লিথিয়াম পলিমার ব্যাটারি স্মার্টফোনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এগুলোর ভেতরে থাকে ধাতব ও প্লাস্টিকের পাতলা স্তর, যা বিশেষ রাসায়নিক দ্বারা আবৃত। এসব ব্যাটারিতে ভ্যাকুয়াম সিল করা ইলেক্ট্রোলাইট জেল বিভিন্ন কারণে গ্যাসে পরিণত হয় এবং তখন ব্যাটারি ফুলে ওঠে।

ব্যাটারি ফুলে যাওয়ার প্রধান কারণগুলো হলো—

অতিরিক্ত চার্জিং: দীর্ঘ সময় চার্জে রেখে দেওয়া বা বারবার চার্জ দেওয়ার কারণে ব্যাটারির ভেতরে রাসায়নিক বিক্রিয়া হয়ে গ্যাস তৈরি হয়।

বিজ্ঞাপন

অতিরিক্ত তাপমাত্রা: চার্জ দেওয়ার সময় বা অতিরিক্ত গেম খেলার ফলে ফোন বেশি গরম হলে ব্যাটারির সেল ক্ষতিগ্রস্ত হতে পারে।

ভোল্টেজ ও কারেন্টের অনিয়ম: চার্জিং সিস্টেমে সঠিক ভোল্টেজ বা কারেন্ট না থাকলে ব্যাটারির গঠন নষ্ট হয়ে ফুলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।

পুরোনো ব্যাটারি: সাধারণত দুই থেকে তিন বছর ব্যবহারের পর ব্যাটারির কার্যক্ষমতা কমতে থাকে। তখন স্বাভাবিকভাবেই ব্যাটারি ফুলতে পারে।

বিজ্ঞাপন

শর্টসার্কিট বা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট: ব্যাটারির ভেতরের সেল ত্রুটিপূর্ণ হলে বা শর্টসার্কিট হলে ব্যাটারি অস্বাভাবিকভাবে ফুলে যায়।

প্রতিরোধের উপায়

১. দীর্ঘ সময় ফোনকে ১০০ শতাংশ চার্জে ফেলে রাখবেন না।

বিজ্ঞাপন

২. চার্জ সবসময় ২০ থেকে ৮০ শতাংশের মধ্যে রাখার চেষ্টা করুন।

৩. ব্যাটারির বয়স দুই থেকে তিন বছর হলে প্রয়োজনে নতুন ব্যাটারি ব্যবহার করুন।

৪. সবসময় অরিজিনাল চার্জার দিয়ে চার্জ করুন।

বিজ্ঞাপন

৫. ফোনকে অতিরিক্ত গরম হতে দেবেন না; গেম খেলার সময় কিংবা রোদে রাখা এড়িয়ে চলুন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD