Logo

চাঁদে নাম পাঠানোর সুযোগ দিচ্ছে নাসা, নিবন্ধন সম্পূর্ণ বিনামূল্যে

profile picture
জনবাণী ডেস্ক
২০ সেপ্টেম্বর, ২০২৫, ১৫:০০
10Shares
চাঁদে নাম পাঠানোর সুযোগ দিচ্ছে নাসা, নিবন্ধন সম্পূর্ণ বিনামূল্যে
ছবি: সংগৃহীত

চাঁদে সশরীরে যাওয়ার সুযোগ না থাকলেও এখন নাসার কল্যাণে মহাকাশ অভিযানে নাম যুক্ত করার সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ। বিনামূল্যে এই সুবিধা পাওয়া যাবে আসন্ন আর্টেমিস-২ মিশনের মাধ্যমে।

বিজ্ঞাপন

নাসা জানিয়েছে, প্রায় অর্ধশতাব্দী পর আবারও মানুষকে নিয়ে চাঁদের কাছাকাছি যাবে মহাকাশযান। সেই অভিযানে শুধু নভোচারীরাই নয়, বিশ্বের লাখো মানুষের নামও যাবে ডিজিটাল আকারে।

নামগুলো একটি বিশেষ মেমোরি কার্ডে সংরক্ষণ করে মহাকাশযান ওরিয়ন-এ পাঠানো হবে, যা চাঁদের কক্ষপথ ঘুরে পৃথিবীতে ফিরে আসবে। এই উদ্যোগটি মূলত প্রতীকী অংশগ্রহণের মাধ্যমে বিশ্বব্যাপী মানুষকে মিশনের সঙ্গে যুক্ত করতে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

নাসার পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিলের মধ্যে ‘ওরিয়ন’ মহাকাশযান চারজন নভোচারীকে নিয়ে যাত্রা করবে। এই মিশনকে ধরা হচ্ছে পরবর্তী আর্টেমিস-৩ মিশনের ভিত্তি, যেখানে নভোচারীরা সরাসরি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবেন।

আর্টেমিস-২ মিশনে নিজের নাম পাঠাতে চাইলে নাসার ওয়েবসাইটে গিয়ে একটি ফরম পূরণ করতে হবে। ফরমে নাম, ই-মেইল ঠিকানা এবং পছন্দের ভাষা (ইংরেজি বা স্প্যানিশ) দিতে হবে। জমা দেওয়ার পর একটি ডিজিটাল বোর্ডিং পাস পাওয়া যাবে, যা ডাউনলোড করে সংরক্ষণ করা যাবে। নিবন্ধনের সময়সীমা ২০২৬ সালের ২১ জানুয়ারি পর্যন্ত।

বিজ্ঞাপন

এই উদ্যোগে অংশ নিতে কোনো বয়স বা দেশের সীমাবদ্ধতা নেই। যে কেউ চাইলে নিজের নাম নিবন্ধন করে নাসার ঐতিহাসিক চন্দ্রাভিযানের প্রতীকী অংশ হয়ে উঠতে পারবেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD