Logo

দুর্গাপূজায় প্রিয়জনকে চমকে দিতে পারেন যে গ্যাজেট উপহার

profile picture
জনবাণী ডেস্ক
২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:৫১
24Shares
দুর্গাপূজায় প্রিয়জনকে চমকে দিতে পারেন যে গ্যাজেট উপহার
ছবি: সংগৃহীত

দুর্গাপূজা শুধু আনন্দ আর সাজসজ্জার উৎসবই নয়, এটি প্রিয়জনকে খুশি করারও দারুণ সুযোগ। মণ্ডপে ঘুরতে যাওয়া, আড্ডা দেওয়া কিংবা সারাদিনের উৎসব ভাগ করে নেওয়ার পাশাপাশি একটি ছোট্ট উপহারই বাড়িয়ে দিতে পারে ভালোবাসা ও আনন্দের মাত্রা। ফুল, মিষ্টি, শাড়ি বা গয়না তো প্রচলিত উপহার।

বিজ্ঞাপন

তবে প্রযুক্তির যুগে চাইলে আপনি দিতে পারেন আধুনিক ও দরকারি কোনো গ্যাজেট, যা একই সঙ্গে ব্যবহারযোগ্য এবং বাজেটবান্ধব।

চলুন দেখে নেওয়া যাক, পূজার মৌসুমে কোন গ্যাজেটগুলো হতে পারে সেরা উপহার।

এলইডি রিং ট্রাইপড

বিজ্ঞাপন

যারা পূজার সাজ কিংবা মণ্ডপ ভ্রমণের মুহূর্তগুলো ভিডিও বা রিলসে শেয়ার করতে পছন্দ করেন, তাদের জন্য এটি আদর্শ উপহার। এতে ছবি ও ভিডিও হবে ঝকঝকে। দামও হাতের নাগালে এবং সহজেই অনলাইনে পাওয়া যায়।

ওয়্যারলেস স্পিকার

বিজ্ঞাপন

আড্ডা, ভ্রমণ বা উৎসবের মুহূর্তে গান ছাড়া আনন্দ অপূর্ণ। ব্লুটুথে সংযুক্ত করলেই বাজবে পছন্দের গান। ৫০০-১০০০ টাকার মধ্যেই ভালো মানের স্পিকার কেনা সম্ভব।

স্মার্টওয়াচ

সময় জানানোর পাশাপাশি স্বাস্থ্য ট্র্যাকিং, ব্লুটুথ কলিং, মিউজিক থেকে গুগল ম্যাপ সব সুবিধা মিলবে একটি স্মার্টওয়াচে। প্রতিদিন ব্যবহারযোগ্য এই উপহার প্রিয়জনকে করবে খুশি।

বিজ্ঞাপন

ওয়্যারলেস ইয়ারবাড

কোলাহলের মাঝে নিজের মতো গান শোনা বা অনলাইনে সহজে কথা বলার জন্য ইয়ারবাড দারুণ কার্যকর। স্টাইলিশ কেস, নয়েজ ক্যানসেলেশনসহ নানা সুবিধা পাওয়া যায় ৩০০-২০০০ টাকার মধ্যে।

বিজ্ঞাপন

টু-ইন-ওয়ান ল্যাপটপ-মোবাইল স্ট্যান্ড

যাদের পূজার ছুটিতেও কাজ করতে হয়, তাদের জন্য এই স্ট্যান্ড খুব উপকারী। এতে ল্যাপটপ ও মোবাইল দুটোই রাখা যায়, ফলে ঘাড়ে ব্যথার ঝামেলাও কমে। দাম ৫০০-১০০০ টাকার মধ্যেই।

পূজা মানেই শুধুই সাজসজ্জা নয়, বরং প্রিয়জনকে খুশি করার আনন্দও এর অংশ। তাই এই উৎসবে উপহার দিন এমন গ্যাজেট, যা হবে আধুনিক, প্রয়োজনীয় এবং সবার বাজেটের মধ্যেই।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD