Logo

ফেসবুক-ইনস্টাগ্রামে নতুন সুবিধা দেবে মেটা

profile picture
জনবাণী ডেস্ক
২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৪:১৫
19Shares
ফেসবুক-ইনস্টাগ্রামে নতুন সুবিধা দেবে মেটা
ফাইল ছবি।

মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান মেটা যুক্তরাজ্যে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য নতুন বিজ্ঞাপনবিহীন সাবস্ক্রিপশন পরিষেবা চালু করতে যাচ্ছে।

বিজ্ঞাপন

ফ্রি সংস্করণ ব্যবহারকারীরা আগের মতো বিজ্ঞাপন দেখতে থাকবেন, তবে সাবস্ক্রিপশন নেওয়া হলে বিজ্ঞাপন ছাড়াই প্ল্যাটফর্ম ব্যবহার করা যাবে।

দ্য গার্ডিয়ান থেকে জানা যায়, নতুন সাবস্ক্রিপশন মডেলের জন্য ওয়েব ব্যবহারকারীদের মাসিক ফি নির্ধারণ করা হয়েছে ২.৯৯ পাউন্ড  যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৮৬ টাকা। আর মোবাইল ব্যবহারকারীদের জন্য ৩.৯৯ পাউন্ড যেটা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৪৯ টাকা। ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি একে অপরের সঙ্গে যুক্ত থাকে, তবে শুধুমাত্র একটি সাবস্ক্রিপশন ফি দিতে হবে।

বিজ্ঞাপন

মেটা জানিয়েছে, যুক্তরাজ্যের ব্যবহারকারীরা এখন দুটি বিকল্প পাবেন ফ্রি সংস্করণ ব্যবহার করা যেখানে বিজ্ঞাপন দেখতে হবে অথবা মাসিক সাবস্ক্রিপশন দিয়ে বিজ্ঞাপনবিহীন অভিজ্ঞতা। ধাপে ধাপে নতুন এই সেবা চালু হবে। সাবস্ক্রিপশন না নেওয়া ব্যবহারকারীরা আগের মতো বিজ্ঞাপন দেখবেন।

এর আগে ইউরোপীয় ইউনিয়নে একই ধরনের সাবস্ক্রিপশন চালু করলেও, মেটাকে ডিজিটাল মার্কেটস আইন লঙ্ঘনের কারণে ২০০ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছিল। ইউরোপীয় কমিশনের মতে, মেটা কম ব্যক্তিগত তথ্য ব্যবহার করেও বিজ্ঞাপনবিহীন ফ্রি সংস্করণ চালু করতে পারত। 

বিজ্ঞাপন

যুক্তরাজ্যের তথ্য অধিকার সংস্থা ইনফরমেশন কমিশনারস অফিস (ICO) মেটার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সংস্থাটির মতে, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ব্যবহারের ক্ষেত্রে ‘অপ্ট আউট’ বা না বলার সুযোগ থাকা প্রয়োজন।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD