উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য বড় ঝুঁকি, বন্ধ হচ্ছে সহায়তা

বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারীর প্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০-এর জন্য আগামী ১৪ অক্টোবর থেকে কারিগরি সহায়তা বন্ধ করছে মাইক্রোসফট। অর্থাৎ এই তারিখের পর থেকে উইন্ডোজ ১০ চালিত কম্পিউটারগুলো আর কোনো নিরাপত্তা আপডেট বা বাগ ফিক্স পাবে না, ফলে এগুলো সাইবার আক্রমণের বড় ঝুঁকিতে পড়বে।
বিজ্ঞাপন
মাইক্রোসফট জানিয়েছে, ব্যবহারকারীদের এখনই উইন্ডোজ ১১-এ বিনামূল্যে আপগ্রেড করার আহ্বান জানানো হচ্ছে, যাতে তারা নিরাপত্তা ও পারফরম্যান্সের দিক থেকে সুরক্ষিত থাকতে পারেন।
প্রতিষ্ঠানটির তথ্যানুযায়ী, বর্তমানে বিশ্বজুড়ে ১.৪ বিলিয়ন ডিভাইসে উইন্ডোজ ব্যবহৃত হচ্ছে। এর মধ্যে প্রায় ৪৩ শতাংশ ডিভাইস এখনও উইন্ডোজ ১০ চালিত, অর্থাৎ আনুমানিক ২১ মিলিয়ন ব্যবহারকারী এই পুরোনো সংস্করণের ওপর নির্ভরশীল।
বিজ্ঞাপন
স্ট্যাটকাউন্টার-এর সর্বশেষ সমীক্ষায় দেখা গেছে, প্রায় ২৫ শতাংশ ব্যবহারকারী মাইক্রোসফটের অফিসিয়াল সহায়তা বন্ধের পরও উইন্ডোজ ১০ ব্যবহার অব্যাহত রাখার পরিকল্পনা করেছেন। অপরদিকে, প্রতি সাতজনের একজন বলেছেন, তারা নতুন কম্পিউটার কেনার কথা ভাবছেন।
তবে প্রযুক্তিবিশারদ ও ভোক্তা অধিকারকর্মীরা মাইক্রোসফটের এই সিদ্ধান্তের সমালোচনা করছেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক ‘রাইট টু রিপেয়ার’ আন্দোলনের মুখপাত্র নাথান প্রক্টর বলেন, “মানুষ এখন এমন ডিভাইস চায় যা টেকসই, সহজে মেরামতযোগ্য এবং দীর্ঘমেয়াদি সফটওয়্যার সহায়তা পায়। বর্তমান নীতিতে ব্যবহারকারীদের অপ্রয়োজনীয় খরচ ও ই-বর্জ্য বাড়বে।”
বিজ্ঞাপন
মাইক্রোসফট জানিয়েছে, যারা আপাতত উইন্ডোজ ১১-এ যেতে চান না, তারা চাইলে এক্সটেন্ডেড সিকিউরিটি আপডেট (ESU) প্রোগ্রামে সাইন আপ করে অক্টোবর ২০২৬ পর্যন্ত নিরাপত্তা আপডেট পেতে পারবেন। এই অপশনটি পাওয়া যাবে উইন্ডোজের Settings → Privacy & Security সেকশনে।
২০১৫ সালে আত্মপ্রকাশের পর থেকে নিয়মিত আপডেটের মাধ্যমে উইন্ডোজ ১০ দীর্ঘ সময় ধরে সক্রিয় ছিল। কিন্তু এবার এক যুগের বেশি সময় পর মাইক্রোসফটের এই অপারেটিং সিস্টেমটি আনুষ্ঠানিকভাবে শেষ অধ্যায়ে পৌঁছাচ্ছে।