Logo

মানুষের মতো ‘বুদ্ধি’ পেল ক্যামেরা, নেবে সিদ্ধান্তও!

profile picture
জনবাণী ডেস্ক
১৫ অক্টোবর, ২০২৫, ২০:০০
12Shares
মানুষের মতো ‘বুদ্ধি’ পেল ক্যামেরা, নেবে সিদ্ধান্তও!
ছবি: সংগৃহীত

ক্যামেরার কাজ শুধু সুন্দর সুন্দর মুহুর্ত গুলো বন্দি করে রাখা। এ ছাড়া তো কিছু না। তবে আধুনিক প্রযুক্তির হাত ধরে এখন এমন এক ক্যামেরা তৈরি হয়েছে, যা শুধু ছবি তোলে না, বরং পুরোপুরি মানুষের মতো ভাবনাচিন্তাও করতে পারে। অবিশ্বাস্য মনে হলেও, চীনের বিজ্ঞানীরা এখন সেটাই বাস্তবে করে দেখিয়েছেন।

বিজ্ঞাপন

তারা তৈরি করেছেন এমন এক অনন্য প্রযুক্তি, যার নাম ব্রেইন ইন্সপায়ার্ড ভিশন চিপ( Brain-Inspired Vision Chip)। মানে এমন এক বুদ্ধিমান চোখ, যা মেশিনকে শুধু দেখতে নয়, বোঝতেও শেখায়। এটা যেন মানুষের চোখ আর মস্তিষ্ক, দু’টো একসাথে কাজ করছে এক ছোট্ট চিপের মধ্যে। মানুষের চোখ যেমন চারপাশ দেখে, মস্তিষ্ক সঙ্গে সঙ্গে সেই দৃশ্যের অর্থ বোঝে এই চিপও ঠিক তেমনভাবেই কাজ করে। কোনো দৃশ্য ক্যামেরায় ধরা পড়ামাত্র, চিপটি বিশ্লেষণ করে ফেলে সেটি গাছ না গাড়ি, মানুষ না রোবট, চলমান না স্থির সব কিছু।

এই চিপের গতি মানুষের চোখের থেকেও অনেক বেশি। এক সেকেন্ডে এটি প্রায় দশ হাজার ফ্রেম বিশ্লেষণ করতে পারে মানে, চোখের পলক পড়ার আগেই বুঝে ফেলে সামনে কী ঘটছে। বৃষ্টি, কুয়াশা বা অন্ধকার কোনো কিছুই এটাকে থামাতে পারে না। এমনকি আলো কম থাকলেও এটি স্পষ্টভাবে দৃশ্য চিনে নিতে পারে। এর ভেতরের সিস্টেম অপ্রয়োজনীয় তথ্য বাদ দিয়ে শুধু গুরুত্বপূর্ণ ডেটাই সংরক্ষণ করে, ফলে গতি ও দক্ষতা দুটোই বজায় থেকে যায়।

বিজ্ঞাপন

বর্তমানে এই চিপ সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে স্বচালিত গাড়িতে। গাড়ির চোখ হিসেবে এটি রাস্তায় কী আছে মানুষ, গাছ, সাইকেল বা বাধা সব চিনে ফেলে, তারপর সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেয় ব্রেক দিতে হবে নাকি ঘুরতে হবে। শুধু তাই নয়, রোবট আর ড্রোনেও ব্যবহার হচ্ছে এই প্রযুক্তি। ফলে রোবট এখন নিজে থেকে পথ চিনে চলে, বিপদ বুঝে থেমে যায়, এমনকি মানুষের উপস্থিতিও টের পায়। শিল্প কারখানায় মেশিন এই চিপ ব্যবহার করে খারাপ পণ্য আলাদা করতে পারে, আর চিকিৎসা ইমেজিংয়ে এটি এক্স-রে বা এমআরআই ছবির সূক্ষ্ম ভুলও ধরতে পারে।

চীনের ৎিসংহুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, এই প্রযুক্তি মানুষের চোখ ও মস্তিষ্কের দৃষ্টিপ্রক্রিয়ার অনুকরণে তৈরি করা হয়েছে। এটি এমনভাবে শেখে ও প্রতিক্রিয়া দেয় যেন মেশিনও এক ধরনের সচেতনতা পায়। এই বুদ্ধিমান চোখ শুধু প্রযুক্তিকে নয়, পুরো মানবসভ্যতাকেই নিয়ে এসেছে নতুন এক যুগের দোরগোড়ায় ।

বিজ্ঞাপন

আজ আমরা যে ক্যামেরাকে শুধু ছবি তোলার যন্ত্র ভাবি, কাল সেটিই হয়তো আমাদের সঙ্গে ভাবতে শুরু করবে। মানুষের মতো দেখতে, বুঝতে আর সিদ্ধান্ত নিতে পারা এই চিপ হয়তো একদিন ছবি তোলার সময় বলবে একটু সরে দাড়াও পিছে গাড়ি আসছে। 

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD