এবার প্রযুক্তির দুনিয়ায় আলোচনায় এসেছে ‘স্মার্ট আয়না’

বর্তমানে আধুনিক প্রযুক্তির দুনিয়ায় স্মার্ট ঘড়ি, স্মার্ট চশমা ও স্মার্ট রিংয়ের পর এবার আলোচনায় এসেছে ‘স্মার্ট আয়না’। দৈনন্দিন জীবনযাপন, ফিটনেস ও স্বাস্থ্য পর্যবেক্ষণকে আরও সহজ করতে একের পর এক প্রতিষ্ঠান বাজারে আনছে এআই-চালিত এই নতুন প্রযুক্তির আয়না।
বিজ্ঞাপন
যদিও স্মার্ট আয়নার ধারণা একেবারে নতুন নয়, তবে এতদিন তা সীমিত ছিল প্রযুক্তিপ্রেমীদের কাছে। এবার এটি বাস্তব ব্যবহারের উপযোগী ও বাণিজ্যিকভাবে সফল করার দৌড়ে একাধিক প্রতিষ্ঠান নেমেছে।
ম্যাজিক ফিট: জিমের সহকারী আয়না
‘ম্যাজিক ফিট’ নামের একটি প্রতিষ্ঠান শরীরচর্চাকারীদের জন্য বাজারে এনেছে এআই-চালিত ফিটনেস ট্র্যাকার আয়না। সাধারণ আয়নার মতোই প্রতিফলন দেখালেও এটি কাজ করে একপ্রকার ডিজিটাল ট্রেনার হিসেবে।
বিজ্ঞাপন
ব্যায়াম করার সময় ভঙ্গিমায় ভুল হলে আয়নাটি তা চিহ্নিত করে দেখিয়ে দেয়। শরীরের প্রতিটি নড়াচড়া ট্র্যাক করে ডেটা রেকর্ড করতে পারে এবং ব্যায়ামের পরামর্শ দেয়। পূর্ণবয়স্ক মানুষের সমান আকারের এই আয়নাটি থ্রিডি মডেলিংয়ের মাধ্যমে শরীরের প্রতিটি অঙ্গভঙ্গি পর্যবেক্ষণ করতে পারে।
আরও পড়ুন: এবার ওপেনএআই আনল এআই ব্রাউজার ‘অ্যাটলাস’
ম্যাজিক ফিট আয়নাটির সঙ্গে বিভিন্ন জিম সরঞ্জামও সরবরাহ করা হয়। উল্লেখযোগ্যভাবে, এটি ‘টাইম বেস্ট ইনোভেশনের তালিকায়’ স্থান পেয়েছে।
বিজ্ঞাপন
ওমনিয়া স্মার্ট মিরর: ঘরে বসেই স্বাস্থ্য পরীক্ষা
ফ্রান্সভিত্তিক উইথিংস কোম্পানি এনেছে ‘ওমনিয়া স্মার্ট মিরর’ যা একপ্রকার মেডিকেল ডিভাইস হিসেবেও কাজ করে। সিইএস প্রদর্শনীতে উন্মোচিত এই আয়না দেহের বিভিন্ন স্বাস্থ্যগত সূচক ওজন, হৃদ্রোগ ঝুঁকি, বিপাকীয় স্বাস্থ্য ইত্যাদি পরিমাপ করতে সক্ষম। নিচের অংশে থাকা বিশেষ বেস সেন্সরগুলো শরীরের মেট্রিকস বিশ্লেষণ করে।
এছাড়া এটি টেলিহেলথ পরামর্শেও সহায়তা করে, অর্থাৎ চিকিৎসকের সঙ্গে দূরবর্তী ভিডিও সেশনে রোগীর তথ্য সরাসরি প্রদর্শন করা যায়। ওমনিয়া আয়না অন্য ডিভাইস যেমন স্মার্ট ওয়াচ, রক্তচাপ মনিটর বা স্মার্ট বেড থেকেও তথ্য সংগ্রহ করে।
বিজ্ঞাপন
এর মধ্যে বিল্ট-ইন এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দেয় ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করে—যেন ঘরেই এক ব্যক্তিগত স্বাস্থ্য সহকারী!
আরও পড়ুন: ইয়ারবাড পরিষ্কার করার সহজ উপায় জেনে নিন
মিররোহ এআই: স্মার্ট বাথরুম কেবিনেট
বিজ্ঞাপন
চীনের প্রতিষ্ঠান রেইসজেম লিমিটেড বাজারে এনেছে ‘মিররোহ এআই’ নামের বাথরুম ব্যবহারের জন্য তৈরি স্মার্ট আয়না। এই আয়নার পেছনে রয়েছে ২১.৫ ইঞ্চি ফুল এইচডি টাচস্ক্রিন, যা স্মার্ট হোম ডিভাইস হিসেবেও ব্যবহারযোগ্য। এতে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ ও জিগবি সংযোগ, যার মাধ্যমে এটি অন্যান্য স্মার্ট ডিভাইসের সঙ্গে সমন্বয় করে কাজ করতে পারে।
মাত্র ২০ মিলিমিটার পুরু অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেমের তৈরি এই আয়না আর্দ্র পরিবেশে ব্যবহারযোগ্য এবং কেবিনেটের দরজা হিসেবেও ব্যবহার করা যায়। মূলত স্মার্ট লিংকেজ ও হোম অটোমেশনের অংশ হিসেবে ডিজাইন করা হয়েছে এটিকে।
প্রযুক্তির নতুন দিগন্ত
বিজ্ঞাপন
বিশেষজ্ঞদের মতে, স্মার্ট আয়না ভবিষ্যতে ব্যক্তিগত স্বাস্থ্য, সৌন্দর্যচর্চা ও ফিটনেস ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনেকেই একে বলছেন ‘ঘরের ভেতর নতুন প্রজন্মের এআই সহকারী’।
স্মার্ট আয়না এখনো সাধারণ মানুষের হাতে পৌঁছায়নি, তবে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আগ্রহ দেখে বিশেষজ্ঞরা বলছেন, শিগগিরই এটি হবে ঘরোয়া প্রযুক্তির নতুন মানদণ্ড।








