কিশোরদের জন্য নিরাপদ এআই তৈরি করছে মাইক্রোসফট

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন শুধু একটি তথ্যপ্রযুক্তি নয়, মানুষের ব্যক্তিগত সম্পর্কেও প্রভাব ফেলছে। চ্যাটজিপিটি কিংবা মেটা এআই–এর মতো জনপ্রিয় চ্যাটবটগুলোতে অনেক সময় ব্যবহারকারীরা রোমান্টিক কথোপকথনেও জড়িয়ে পড়ছে। যা শিশুদের নিরাপত্তা নিয়ে বেশ বড় প্রশ্ন তুলেছে।
বিজ্ঞাপন
কিন্তু এই দৌড়ে ভিন্ন পথে হাঁটছে মাইক্রোসফট কোম্পানী। প্রতিষ্ঠানটির এআই বিভাগের প্রধান নির্বাহী মুস্তাফা সুলেইমান জানিয়েছেন, মাইক্রোসফট এমন এক এআই তৈরি করতে চায়, যা হবে বিশ্বাসযোগ্য, সীমাবদ্ধ ও নিরাপদ। যেটি আপনি আপনার সন্তানদেরও নির্ভয়ে ব্যবহার করতে দিতে পারেন।
আরও পড়ুন: ফেসবুকে ভুয়া চাকরির প্রতারণা থেকে সাবধান
বর্তমানে মাইক্রোসফট তাদের এআই টুল কোপাইলট–কে জনপ্রিয় করতে ওপেন এআই, মেটা এবং গুগল–এর সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে। কোম্পানিটি জানিয়েছে, এখন মাসে প্রায় ১০ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে কোপাইলটে।
বিজ্ঞাপন
যদিও চ্যাটজিপিটি–এর মাসিক সক্রিয় ব্যবহারকারী ৮০০ মিলিয়নের বেশি। মাইক্রোসফট বলছে, নিরাপত্তা ও আস্থার জায়গায় তারা ক্রমেই এগিয়ে যাবে।
সুলেইমান বলেন, “আমরা ‘ডিজিটাল মানুষ’ এর মতো এআই বানাতে চাই না। বরং এমন সহায়ক প্রযুক্তি তৈরি করতে চাই যা মানুষের জন্য কাজ করবে। মানুষের বিকল্প হয়ে উঠবে না।”
বিজ্ঞাপন
সুলেইমান আরও বলেন, আমাদের আপডেটগুলোর লক্ষ্য হলো মানুষকে একে অপরের সঙ্গে বেশি যোগাযোগে উৎসাহিত করা। আমরা চাই কোপাইলট আপনাকে মানুষের সঙ্গে সংযোগ ঘটাবে। কল্পনার জগতে আটকে রাখবে না।”
সাম্প্রতিক বছরগুলোতে কিছু এআই প্ল্যাটফর্ম কিশোর–কিশোরীদের ক্ষতির অভিযোগে মামলার মুখে পড়েছে। যেমন- ওপেনএআই, ক্যারেক্টার এআই–এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তাদের চ্যাটবট কিশোরদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলছে।








