Logo

এআই যা বলে, তা অন্ধভাবে বিশ্বাস করবেন না: সুন্দর পিচাই

profile picture
জনবাণী ডেস্ক
১৮ নভেম্বর, ২০২৫, ১৭:৫৩
11Shares
এআই যা বলে, তা অন্ধভাবে বিশ্বাস করবেন না: সুন্দর পিচাই
গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই | ফাইল ছবি

গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই সম্প্রতি বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলগুলো যা নির্দেশ করে, তা অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে পিচাই উল্লেখ করেছেন, এআই মডেলগুলো ভুল করতে পারে এবং ব্যবহারকারীদের অন্যান্য উৎস থেকে তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছেন।

পিচাই বলেন, এটি শুধু এআই প্রযুক্তির ওপর নির্ভর না করে একটি সমৃদ্ধ তথ্যভিত্তিক ইকোসিস্টেম থাকা কতটা গুরুত্বপূর্ণ—তারই প্রতিফলন। এই কারণেই মানুষ এখনও গুগল সার্চ ব্যবহার করে। তিনি আরও বলেন, গুগলের অন্যান্য পণ্যও তথ্য সরবরাহে নির্ভরযোগ্যতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিজ্ঞাপন

তবে কিছু বিশেষজ্ঞের মত, গুগল ও অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ব্যবহারকারীদের ওপর দায়িত্ব চাপানোর পরিবর্তে নিজস্ব এআই সিস্টেমকে আরও নির্ভরযোগ্য করার দিকে জোর দেওয়া উচিত।

পিচাই জানিয়েছেন, এআই টুল সৃজনশীল কাজের ক্ষেত্রে সহায়ক হতে পারে, কিন্তু মানুষকে শিখতে হবে এগুলো কোন কাজে ব্যবহার করা যায়, আর যা বলে তা অন্ধভাবে গ্রহণ করা যাবে না।

তিনি বলেন, আমরা যতটা সম্ভব সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি; এটি আমাদের গর্বের জায়গা। তবে অত্যাধুনিক এআই প্রযুক্তি এখনও কিছু ভুল করে। তাই আমরা সতর্কবার্তা দেখাই, যাতে ব্যবহারকারীরা জানে এগুলো ভুল করতে পারে।

বিজ্ঞাপন

গুগলের নতুন ভোক্তা-কেন্দ্রিক এআই মডেল জেমিনি ৩.০-এর বাজারে আগমন অপেক্ষায়। চলতি বছরের মে থেকে গুগল সার্চে চালু করা হয়েছে নতুন “এআই মোড”, যেখানে জেমিনি চ্যাটবট যুক্ত থাকে। এর লক্ষ্য ব্যবহারকারীদের বিশেষজ্ঞের সঙ্গে কথোপকথনের অভিজ্ঞতা দেওয়া।

পিচাই বলেন, জেমিনির সমন্বয় এআই প্ল্যাটফর্মে নতুন ধাপের সূচনা করছে।

তবে, এআই চ্যাটবটগুলোর ভুল তথ্য প্রদানের প্রবণতা বিশেষজ্ঞদের উদ্বিগ্ন করেছে।

বিজ্ঞাপন

রেসপনসিবল এআই অধ্যাপক জিনা নেফ বলেন, এআই সিস্টেমগুলো কখনো কখনো উত্তর বানিয়ে দেয় এবং ব্যবহারকারীদের খুশি করতে গিয়ে বিভ্রান্ত করে। স্বাস্থ্য, বিজ্ঞান বা সংবাদ সম্পর্কিত সংবেদনশীল বিষয়ে বিশ্বস্ততা বজায় রাখা প্রয়োজন।

বিবিসির এক জরিপে দেখা গেছে, ওপেনএআইয়ের চ্যাটজিপিটি, মাইক্রোসফটের কোপাইলট, গুগলের জেমিনি ও পারপ্লেক্সিটি এআই—চারটি চ্যাটবটের প্রদত্ত উত্তরগুলোতে উল্লেখযোগ্য ভুল তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞাপন

পিচাই মনে করান, প্রযুক্তির দ্রুত উন্নয়নের সঙ্গে সম্ভাব্য ক্ষতি প্রতিরোধের উদ্যোগ নিতে টানাপোড়েন রয়েছে। তিনি বলেন, অ্যালফাবেটের জন্য এর অর্থ হলো একসঙ্গে সাহসী এবং দায়িত্বশীল হওয়া।”

তিনি আরও জানান, প্রতিষ্ঠানটি এআই নিরাপত্তা ও সঠিক তথ্য যাচাইয়ে যথেষ্ট বিনিয়োগ করছে, উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন ওপেন সোর্স প্রযুক্তি, যা দিয়ে বোঝা যাবে কোনো ছবি এআই দ্বারা তৈরি কি না।

সূত্র : বিবিসি

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD