Logo

স্মার্টফোন দিয়ে করা যায় এমন ১০টি চমকপ্রদ কাজ জেনে নিন

profile picture
জনবাণী ডেস্ক
২৪ ডিসেম্বর, ২০২৫, ২০:৩৭
1Shares
স্মার্টফোন দিয়ে করা যায় এমন ১০টি চমকপ্রদ কাজ জেনে নিন
ছবি: সংগৃহীত

এখন আর শুধু যোগাযোগ বা সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কাটানোর মাধ্যম নয় স্মার্টফোন। আধুনিক স্মার্টফোনে থাকা সেন্সর, ক্যামেরা ও বুদ্ধিমান সফটওয়্যারের কারণে এটি হয়ে উঠেছে দৈনন্দিন জীবনের এক বহুমুখী সহকারী।

বিজ্ঞাপন

সঠিক ফিচার ও অ্যাপ ব্যবহার করলে একটি ফোন দিয়েই করা যায় অনেক ধরনের কাজ, যা আগে আলাদা যন্ত্র ছাড়া কল্পনাই করা যেত না। স্মার্টফোন দিয়ে করা যায় এমন ১০টি চমকপ্রদ কাজ চলুন জেনে নিন-

১. মেটাল ডিটেক্টরের কাজ

ফোনে থাকা ম্যাগনেটোমিটার ব্যবহার করে কিছু অ্যাপ ছোট ধাতব বস্তু শনাক্ত করতে সক্ষম।

বিজ্ঞাপন

২. টিভি রিমোট হিসেবে ব্যবহার

অনেক অ্যান্ড্রয়েড ফোনে ইনফ্রারেড ব্লাস্টার থাকায় ফোন দিয়েই টিভি বা সেট-টপ বক্স নিয়ন্ত্রণ করা যায়।

বিজ্ঞাপন

৩. নেগেটিভ ফিল্ম ডিজিটাল করা

ফিল্মবক্সের মতো অ্যাপ দিয়ে পুরোনো ফিল্ম নেগেটিভ স্ক্যান করে ডিজিটাল ছবিতে রূপান্তর সম্ভব।

৪. কল হোল্ডে ঝুলে থাকার ঝামেলা কমায়

বিজ্ঞাপন

আইফোনের ‘হোল্ড অ্যাসিস্ট’ ফিচার লাইনের অপর প্রান্তে মানুষ কথা বলা শুরু করলেই নোটিফিকেশন দেয়।

৫. থ্রিডি স্ক্যান তৈরি

লিডার সেন্সরযুক্ত ফোন দিয়ে ঘর বা বস্তু স্ক্যান করে থ্রিডি মডেল তৈরি করা যায়।

বিজ্ঞাপন

৬. অফলাইন হাইকিং ট্র্যাক

ইন্টারনেট ছাড়াই অফলাইন ম্যাপ ও জিপিএস ব্যবহার করে পথ ও দূরত্ব ট্র্যাক করা সম্ভব।

৭. স্টেথোস্কোপের বিকল্প

বিজ্ঞাপন

গবেষণায় দেখা গেছে, স্মার্টফোনের মাইক্রোফোন দিয়ে হৃদস্পন্দনের শব্দ রেকর্ড করা যায়।

৮. টেপ মেজার হিসেবে ফোন

বিজ্ঞাপন

আইফোনের ‘মেজার’ অ্যাপ অগমেন্টেড রিয়ালিটি ব্যবহার করে ঘরের দৈর্ঘ্য, ছাদের উচ্চতা কিংবা মানুষের উচ্চতা পর্যন্ত মাপতে পারে।

৯. ঘুমের সহায়ক

হোয়াইট নয়েজ, বৃষ্টি বা সমুদ্রের শব্দ চালু করে ঘুমের অনুকূল পরিবেশ তৈরি করা যায়।

বিজ্ঞাপন

১০. দেয়ালের রং মিলিয়ে দেখা

কালার-ম্যাচিং অ্যাপ দিয়ে রং স্ক্যান করে কাছাকাছি পেইন্ট শেড খুঁজে পাওয়া যায়।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD