Logo

পুরোনো জিমেইল অ্যাড্রেস পরিবর্তনের সুযোগ দিচ্ছে: গুগল

profile picture
জনবাণী ডেস্ক
২৮ ডিসেম্বর, ২০২৫, ১৯:৫৩
2Shares
পুরোনো জিমেইল অ্যাড্রেস পরিবর্তনের সুযোগ দিচ্ছে: গুগল
ছবি: সংগৃহীত

এবার সেই ঝামেলা কমাতে নতুন সুবিধা আনছে গুগল। অনেকেই আগের তৈরি করা জিমেইল ঠিকানা আজও ব্যবহার করছেন। গুগল ধীরে ধীরে কিছু ব্যবহারকারীকে জিমে ইল ঠিকানা পরিবর্তনের সুযোগ দিচ্ছে।

বিজ্ঞাপন

সম্প্রতি গুগলের একটি সহায়তা পেজে বিষয়টি জানানো হয়েছে। পেজটি প্রথমে হিন্দি ভাষায় প্রকাশিত হয়। গুগল ট্রান্সলেশনের মাধ্যমে বিষয়টি জানা যায়।

এই সুবিধা পুরোপুরি ঠিকানা বদল নয়। মূলত একটি নতুন জিমেইল ঠিকানা যোগ করার ব্যবস্থা করা হয়েছে। পুরোনো ঠিকানাটি থাকবে অ্যালিয়াস হিসেবে। অর্থাৎ পুরোনো ঠিকানায় পাঠানো মেইলও ইনবক্সে দেখা যাবে।

বিজ্ঞাপন

নতুন ঠিকানাটিই প্রধান ঠিকানা হিসেবে কাজ করবে। কিন্তু পুরোনো ঠিকানা দিয়েও লগইন করা যাবে। সব ইমেইল, ছবি ও ফাইল অক্ষত থাকবে। কোনো ডেটা হারানোর আশঙ্কা থাকবে না।

তবে এই সুবিধার কিছু সীমাবদ্ধতা রয়েছে। এক বছরে একবারের বেশি ঠিকানা বদলানো যাবে না। একটি অ্যাকাউন্টে সর্বোচ্চ তিনটি নতুন ঠিকানা তৈরি করা যাবে। এর বেশি হলে আর সুযোগ দেওয়া হবে না।

চাইলেই আবার পুরোনো ঠিকানায় ফিরে যেতে পারবে। সে ক্ষেত্রেও ডেটা অক্ষত থাকবে। গুগল থেকে জানা যায়, কিছু ক্ষেত্রে ক্রোমওএসে সেটিংস সমস্যায় পড়তে পারে। তাই পরিবর্তনের আগে ব্যাকআপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিশেষ করে যারা যারা ছোট বয়সে জিমেইল খুলেছিলো, তাদের জন্য এটি বড় স্বস্তি। অনেকে তখন পছন্দের কার্টুন বা গেমের নামে ঠিকানা নিয়েছিলেন। পরে পেশাগত জীবনে তা বিব্রতকর হয়ে ওঠে। নাম পরিবর্তন করা ব্যবহারকারীরাও উপকৃত হতে পারবেন।

কিন্তু এখনো সবার জন্য এই সুবিধা চালু হয়নি। ইংরেজি ভাষার সাপোর্ট পেজেও তথ্যটি পাওয়া যাচ্ছে না। দ্য ভার্জের প্রতিবেদনে জানিয়েছে, ফিচারটি ধাপে ধাপে চালু হবে। এটি ধীরে ধীরে সব ব্যবহারকারীর কাছে পৌঁছাবে।

বিজ্ঞাপন

গুগল এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেয়নি। তবে ব্যবহারকারীদের আগ্রহ অনেক। বিশেষ করে দীর্ঘদিনের জিমেইল ব্যবহারকারীরা এই পরিবর্তনকে স্বাগত জানাচ্ছেন।

ডিজিটাল পরিচয় বদলানোর এই সুযোগ অনেকের জন্য সময়োপযোগী হবে। কবে নাগাদ সবাই এই সুবিধা পাবেন, তা এখনো স্পষ্ট ভাবে জানা যায়নি।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD