Logo

যে কারণে ফোনের চার্জিং পোর্টের পাশে ছোট্ট ছিদ্র থাকে

profile picture
জনবাণী ডেস্ক
২৯ ডিসেম্বর, ২০২৫, ২২:১৫
2Shares
যে কারণে ফোনের চার্জিং পোর্টের পাশে ছোট্ট ছিদ্র থাকে
ছবি: সংগৃহীত

কমবেশি এখন সবাই এক বা একাধিক স্মার্টফোন ব্যবহার করে থাকেন। তবে নিশ্চয়ই খেয়াল করেছেন আপনার স্মার্টফোনের চার্জিং পোর্টের পাশে ছোট্ট একটি ছিদ্র আছে। কিন্তু অধিকাংশ স্মার্টফোনের চার্জিং পোর্টের ঠিক পাশে যে ছোট্ট ছিদ্রটি থাকে, সেটিকে অনেকেই ভুল করে রিসেট বাটন বা সিম ট্রের জায়গা ভেবে বসেন।

বিজ্ঞাপন

আসলে ফোনের প্রাইমারি মাইক্রোফোন এই ছিদ্রটির ভেতরেই থাকে। কল করা, ভিডিও ধারণ বা ভয়েস রেকর্ডিং যে কাজই হোক না কেন, আপনার কণ্ঠস্বর যাতে স্পষ্টভাবে রেকর্ড হয়, তার দায়িত্ব পালন করে এই মাইক্রোফোন। ফোনের অডিও কোয়ালিটির জন্য এই ছোট্ট ছিদ্রটির গুরুত্ব অনেক বেশি হয়ে থাকে।

বর্তমানের উন্নত স্মার্টফোনগুলোতে একটির বেশি মাইক্রোফোন ব্যবহার করা হয়। এর মধ্যে একটি মাইক্রোফোন আপনার কণ্ঠস্বর রেকর্ড করে, আর আরেকটি আশপাশের শব্দ সংগ্রহ করে সফটওয়্যারের মাধ্যমে অপ্রয়োজনীয় আওয়াজ কমিয়ে দেয়। এই প্রযুক্তিকেই বলা হয় নয়েজ ক্যানসেলেশন। ফলে ব্যস্ত রাস্তায় বা কোলাহলপূর্ণ জায়গায় কথা বললেও অপর প্রান্তের ব্যক্তি স্পষ্টভাবে আপনার কণ্ঠ শুনতে পান।

বিজ্ঞাপন

ফোনের মাইক্রোফোন সাধারণত নিচের অংশেই রাখা হয় এরগোনমিক কারণে। তবে আমরা যখন ফোন কানের কাছে ধরি, তখন ফোনের নিচের অংশটাই মুখের সবচেয়ে কাছাকাছি থাকে। তাই এই অবস্থান থেকেই সবচেয়ে পরিষ্কারভাবে কণ্ঠস্বর সংগ্রহ করা সম্ভব হয়। এজন্যই সকল স্মার্টফোনের মাইক্রোফোন নিচের দিকে বসানো থাকে।

তবে জেনে রাখুন, এখানে একটি সতর্কতার বিষয়ও রয়েছে। অনেকেই ভুল করে এই ছিদ্রটিকে সিম ট্রের হোল ভেবে তাতে পিন বা ধারালো কিছু ঢুকিয়ে দেন। এতে ভেতরের সংবেদনশীল মাইক্রোফোন নষ্ট হয়ে যেতে পারে। এমনকি ফোন চালু অবস্থায় ধাতব কিছু ঢুকালে সার্কিটও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্পূর্ণ ঝুঁকি থাকে। এর ফলে কলের সাউন্ড কোয়ালিটি খারাপ হতে পারে বা মাইক্রোফোন পুরোপুরি কাজ না- ও করতে পারে।

বিজ্ঞাপন

আসলে চার্জিং পোর্টের পাশের এই ছোট্ট ছিদ্রটি যতই সাধারণ মনে হোক না কেনো, এটি ফোনের অডিও সিস্টেমের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে। তাই ভুল করে এটিতে কিছু ঢোকানো বা নাড়াচাড়া করা একেবারেই উচিত নয়। সূত্র: ইয়াহু টেক

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD