Logo

নতুন মার্কিন চুক্তিতে কি বদলাবে টিকটক ব্যবহারের অভিজ্ঞতা?

profile picture
জনবাণী ডেস্ক
২৫ জানুয়ারি, ২০২৬, ১২:১৭
নতুন মার্কিন চুক্তিতে কি বদলাবে টিকটক ব্যবহারের অভিজ্ঞতা?
ছবি: সংগৃহীত

টিকটক জানিয়েছে, যুক্তরাষ্ট্রে তাদের ব্যবসা পরিচালনার জন্য আলাদা একটি কাঠামো গড়ে তোলা হয়েছে। এই কাঠামোর আওতায় প্ল্যাটফর্মটির মার্কিন কার্যক্রম পরিচালিত হবে একটি নতুন প্রতিষ্ঠানের মাধ্যমে, যার মালিকানার বড় অংশ থাকবে যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগকারীদের হাতে। নতুন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে থাকবেন সাতজন সদস্য, যাদের মধ্যে একজন টিকটকের প্রধান নির্বাহী শৌ জি চিউ। চীনা মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানা অংশীদারত্ব সীমিত হয়ে থাকছে ১৯ দশমিক ৯ শতাংশে।

বিজ্ঞাপন

টিকটকের জনপ্রিয়তার মূল চালিকাশক্তি হলো এর কনটেন্ট সুপারিশ ব্যবস্থা—যে অ্যালগরিদম ব্যবহারকারীর ‘ফর ইউ’ ফিড নির্ধারণ করে। নতুন চুক্তির আওতায় এই অ্যালগরিদম ব্যবহারের লাইসেন্স দেওয়া হয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলকে। এর আগে ‘প্রজেক্ট টেক্সাস’ উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের ডেটা সুরক্ষার দায়িত্বেও ছিল প্রতিষ্ঠানটি।

নতুন ব্যবস্থায় ওরাকলের ভূমিকা আরও বিস্তৃত হচ্ছে। যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের তথ্য ব্যবহার করে অ্যালগরিদমকে নতুনভাবে প্রশিক্ষণ দেওয়া হবে এবং সেটির আপডেটও হবে দেশটির ভেতরেই। টিকটকের দাবি, ব্যবহারকারীদের ডেটা ও অ্যালগরিদম উভয়ই ওরাকলের মার্কিন ক্লাউড অবকাঠামোয় সুরক্ষিত থাকবে।

বিজ্ঞাপন

তবে এই চুক্তি নিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রশ্নও উঠেছে। কয়েকজন ডেমোক্র্যাট আইনপ্রণেতা আশঙ্কা প্রকাশ করেছেন, নতুন বিনিয়োগকারী গোষ্ঠীর সঙ্গে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক ভবিষ্যতে কনটেন্ট নিয়ন্ত্রণে প্রভাব ফেলতে পারে। সিনেটর রন ওয়াইডেন বলেছেন, মালিকানা কাঠামো বদলালেও যদি স্বচ্ছতা নিশ্চিত না হয়, তাহলে ব্যবহারকারীদের জন্য সুফল নাও আসতে পারে। এদিকে সিনেটর এড মার্কি চুক্তির বিস্তারিত বিষয় নিয়ে কংগ্রেসীয় তদন্তের দাবি তুলেছেন।

ব্যবহারকারীদের মধ্যে আরেকটি বড় প্রশ্ন— নতুন করে কি আলাদা কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে? বিশ্লেষকদের মতে, এমন সম্ভাবনা খুবই কম। যুক্তরাষ্ট্র টিকটকের সবচেয়ে বড় বাজার হওয়ায় নতুন অ্যাপ চালু করলে ব্যবহারকারী ও বিজ্ঞাপনদাতা—দু’পক্ষই বিরক্ত হতে পারেন। তাই টিকটক আপাতত ‘আগের মতোই সেবা চলবে’—এই বার্তাই দিতে চাইছে।

তবে নীতিমালায় কিছু পরিবর্তন এসেছে। যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য আলাদা টার্মস অব সার্ভিস চালু করা হয়েছে, যেখানে ব্যবহারকারীর সঙ্গে চুক্তি হবে নতুন মার্কিন প্রতিষ্ঠির মাধ্যমে। সেখানে বলা হয়েছে, ১৩ বছরের কম বয়সীরা শুধুমাত্র নির্ধারিত ‘আন্ডার ১৩ এক্সপেরিয়েন্স’-এর মধ্যেই টিকটক ব্যবহার করতে পারবে। পাশাপাশি জেনারেটিভ এআই ব্যবহারের ফলে ভুল বা বিভ্রান্তিকর কনটেন্ট তৈরির ঝুঁকিও ব্যবহারকারীকে মেনে নিতে হবে।

বিজ্ঞাপন

অ্যালগরিদমে পরিবর্তনের প্রভাব কনটেন্ট দেখার অভিজ্ঞতায় কতটা পড়বে, তা এখনই স্পষ্ট নয়। বিশেষজ্ঞদের ধারণা, হঠাৎ বড় কোনো পরিবর্তন চোখে পড়বে না। তবে সময়ের সঙ্গে সঙ্গে সূক্ষ্ম কিছু পার্থক্য দেখা যেতে পারে। আন্তর্জাতিক কনটেন্টের তুলনায় স্থানীয় কনটেন্টের উপস্থিতি বাড়তে পারে, আবার ব্যক্তিগত আগ্রহ অনুযায়ী কনটেন্ট বাছাইয়ের সক্ষমতা কিছুটা কমতেও পারে।

তবে টিকটকের পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন ব্যবহারকারীরা বৈশ্বিক অভিজ্ঞতা থেকে বিচ্ছিন্ন হবেন না। যুক্তরাষ্ট্রের কনটেন্ট নির্মাতারা আগের মতোই আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছাতে পারবেন এবং ব্যবসাগুলোও বৈশ্বিক বাজারে সক্রিয় থাকবে।

বিজ্ঞাপন

এই চুক্তির আওতায় বাইটড্যান্সের অন্যান্য অ্যাপ—যেমন ক্যাপকাট ও লেমনএইট—এর কার্যক্রমও যুক্তরাষ্ট্রে সুরক্ষিত থাকছে। টিকটকের মতোই এসব অ্যাপের ক্ষেত্রেও একই নিরাপত্তা কাঠামো কার্যকর হবে।

সব মিলিয়ে, নতুন চুক্তির মাধ্যমে টিকটক যুক্তরাষ্ট্রে আরও নিয়ন্ত্রিত ও নিরাপদ পথে এগোচ্ছে। তবে এই প্রক্রিয়ায় প্ল্যাটফর্মটির বৈশ্বিক চরিত্র কতটা বদলায়, সেটিই এখন দেখার অপেক্ষা।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD