Logo

চীনে ভূমিধসে চাপা পড়েছে ৪৭ জন

profile picture
জনবাণী ডেস্ক
২২ জানুয়ারী, ২০২৪, ২১:২৯
91Shares
চীনে ভূমিধসে চাপা পড়েছে ৪৭ জন
ছবি: সংগৃহীত

চীনে ভূমিধসে ঘটনায় মাটির নিচে চাপা পড়েছেন ৪৭ জন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

চীনে ভূমিধসে ঘটনায় মাটির নিচে চাপা পড়েছেন ৪৭ জন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে এ ঘটনা ঘটে।

সোমবার (২২ জানুয়ারি) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি বরাত দিয়ে এ খবর জানিয়েছে এএফপি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, ঝেনসিয়ং কাউন্টিতে স্থানীয় সময় ভোর ৫:৫১ মিনিটে ভূমিধসের ঘটনা ঘটে। প্রাথমিক তদন্ত অনুসারে মনে করা হচ্ছে, ১৮টি পরিবারের ৪৭ জন লোক চাপা পড়েছে। এছাড়াও এই অঞ্চল থেকে ২০০ জনেরও বেশি মানুষকে জরুরিভাবে সরিয়ে নেয়া হয়েছে।

খবরে বলা হয়েছে, ঘটনাস্থলে ২০০ জনের বেশি উদ্ধারকর্মী এবং কয়েক ডজন ফায়ার ইঞ্জিন ও অন্যান্য সরঞ্জাম সহকারে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে রাষ্ট্রীয় আরেকটি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, চাপা পড়া মানুষের সংখ্যা এখনও সঠিকভাবে জানা যায়নি।

বিজ্ঞাপন

চীনের একটি প্রত্যন্ত অঞ্চল ইউনানে ভূমিধস সাধারণ ঘটনা। সেখানে হিমালয় মালভূমির বিপরীতে খাড়া পর্বতশ্রেণী রয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD