যুক্তরাষ্ট্রে তীব্র শীত ও তুষারপাতে নিহত বেড়ে ৮৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭:০১ অপরাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৪
স্মরণকালের তীব্র শীত ও তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। এতে নিহতেদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ জনে। খবর সিবিএসের।
সিবিএসের এক প্রতিবেদনে বলা হয়, আবহাওয়ার কারণে টেনেসিতে ১৯ জনের মৃত্যু হয়, ওরেগনে ১৬ এবং রাস্তায় চলমান একটি গাড়িতে ঝুলে পড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাড়িটির ৩ আরোহী মারা গেছেন।
আরও পড়ুন: স্ত্রীকে সমুদ্রে ডুবিয়ে হত্যা, গ্রেফতার স্বামী
এ ছাড়া নিউইয়র্ক, উইসকনসিন, ইলিনয়, কানসাস, নিউ হ্যাম্পশায়ার এবং ওয়াশিংটনসহ আরও কয়েকটি অঙ্গরাজ্য থেকেও প্রাণহানির খবর পাওয়া গেছে।
আরও পড়ুন: শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ব্রাজিল
যুক্তরাষ্ট্রে এমন আবহাওয়া থাকার ফলে ঘটেছে দুর্ঘটনা, বিঘ্নিত হচ্ছে প্লেন চলাচল, বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল। টানা তুষারপাত ও ঘন বরফের কারণে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ।
জেবি/এসবি