Logo

নেপালে প্লেন বিধ্বস্ত হয়ে প্রাণ গেল ১৮ জনের

profile picture
জনবাণী ডেস্ক
২৪ জুলাই, ২০২৪, ২২:৫৭
43Shares
নেপালে প্লেন বিধ্বস্ত হয়ে প্রাণ গেল ১৮  জনের
ছবি: সংগৃহীত

বুধবার (২৪ জুলাই) নেপালের সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

নেপালের রাজধানী কাঠমুন্ডুতে ত্রিভুবন বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। বিমানটিতে ১৯ জন আরোহী ছিলেন বলে জানা গেছে। এই দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। 

বুধবার (২৪ জুলাই) নেপালের সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (টিআইএ) সৌর্য এয়ারলাইনসের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশ্যে রওনা হওয়া এই ফ্লাইটটি উড্ডয়নের সময় দুর্ঘটনার কবলে পড়ে।

বিমানটিতে শুধু এয়ারলাইনসের কারিগরি কর্মীরাই ছিলেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের (টিআইএ) মুখপাত্র সুবাস ঝা জানায়, পোখারাগামী ফ্লাইটটি টেকঅফের সময় রানওয়ের বাইরে ছিটকে পড়ে। দুর্ঘটনাস্থল থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিমানটির পাইলট ক্যাপ্টেন এমআর শাক্যকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD