Logo

ভিড়ের মধ্যে ঢুকে পড়ল বেপরোয়া বাস, প্রাণ গেল ১১ জনের

profile picture
জনবাণী ডেস্ক
৩ সেপ্টেম্বর, ২০২৪, ২২:৩১
224Shares
ভিড়ের মধ্যে ঢুকে পড়ল বেপরোয়া বাস, প্রাণ গেল ১১ জনের
ছবি: সংগৃহীত

বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ঘটেছে এই দুর্ঘটনা।

বিজ্ঞাপন

চীনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ শ্যানডংয়ের তাই’য়ান শহরে জনতার ভীড়ের মধ্যে বেপরোয়া গতিতে একটি বাস ঢুকে পড়ে। এতে  ৫ জন শিক্ষার্থীসহ নিহত হয়েছেন কমপক্ষে ১১ জন এবং আহত হয়েছেন আরও অনেকে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে ঘটেছে এই ঘটনা। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চীনের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার সকালে স্কুলের ফটকের কাছে দাঁড়িয়েছিল বেশ কয়েকজন শিক্ষার্থী ও তাদের অভিভাবক। এ সময় একটি বাস বেপরোয়া গতিতে সেই ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান কয়েকজন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তাই’য়ান পুলিশের এক কর্মকর্তা চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমকে বলেছেন, “বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ঘটেছে এই দুর্ঘটনা। ওই চালককে ইতমধ্যে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে।”

গেল ১ সেপ্টেম্বর থেকে চীনের স্কুলগুলোতে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। তার আগে ছিল দীর্ঘ ছুটি। সেই ছুটি কাটিয়ে শিশুরা স্কুলে ফেরার দু’দিনের মধ্যে ঘটল এই দুর্ঘটন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দেশটিতে অবশ্য সড়ক দূর্ঘটনা বিরল কোনো ব্যাপার নয়। গেল জুলাই মাসে চাংশা শহরে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় নিহত হয়েছিলেন কমপক্ষে আট জন পথচারী।

সূত্র : বিবিসি

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD