Logo

পাকিস্তানে পিটিআইয়ের বিক্ষোভ ঘিরে তুলকালাম

profile picture
জনবাণী ডেস্ক
২৭ নভেম্বর, ২০২৪, ০৩:৫৭
30Shares
পাকিস্তানে পিটিআইয়ের বিক্ষোভ ঘিরে তুলকালাম
ছবি: সংগৃহীত

পাকিস্তানে পিটিআইয়ের বিক্ষোভ ঘিরে তুলকালাম

বিজ্ঞাপন

পাকিস্তানে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের ডাকা বিক্ষোভ সমাবেশ ঘিরে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এরইমধ্যে তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাকর্মী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ পরিস্থিতিতে ইসলামাবাদে সেনা মোতায়েন করেছে প্রশাসন। এমনকি দাঙ্গা নিয়ন্ত্রণে প্রয়োজনে গুলির নির্দেশও দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, ইমরানের সমর্থকরা ইসলামাবাদে পৌঁছানোর পর আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের লক্ষ্য করে বিপুল কাঁদানে গ্যাস ছোড়েন। ওই সময় তারা আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।  

বিজ্ঞাপন

ইমরানের সমর্থকরা যেন রাজধানীর গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামোতে ঢুকে পড়তে না পারেন সেজন্য সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, সেনাবাহিনীকে সড়কে দাঁড়িয়ে বিক্ষোভকারীদের প্রতিহত করতে দেখা যায়নি। তারা মূলত অবকাঠামো রক্ষার কাজ করবে।

বিজ্ঞাপন

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তাবাহিনীর ব্যাপক বাধার মুখেও কিছু পিটিআই কর্মী এরই মধ্যে ডি-চকে পৌঁছে গেছে। সরকার ও বিরোধী দলটির মধ্যে আলোচনায়ও অচলাবস্থা তৈরি হয়েছে।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD