Logo

গাজায় থামছেই না ইসরায়েলি হামলা, একদিনে নিহত আরও ৬২ ফিলিস্তিনি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩১
8Shares
গাজায় থামছেই না ইসরায়েলি হামলা, একদিনে নিহত আরও ৬২ ফিলিস্তিনি
ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর তাণ্ডব থামছেই না। টানা ২৩ মাসের বেশি সময় ধরে ভয়াবহ আগ্রাসনের শিকার হচ্ছে অঞ্চলটির মানুষ। হামাস নির্মূল ও জিম্মি উদ্ধারের অজুহাতে প্রতিদিনই চলছে বোমাবর্ষণ ও হত্যাযজ্ঞ। এই দীর্ঘ সময়ের মধ্যে একটি দিনও গিয়েছে না, যেদিন প্রাণহানির খবর আসেনি।

সম্প্রতি গাজা সিটি দখলের পরিকল্পনা প্রকাশ্যে ঘোষণা করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন মেলায় হামলার মাত্রা আরও বেড়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।

শুধু গত ২৪ ঘণ্টাতেই জাতিসংঘ পরিচালিত স্কুল ও আশ্রয়কেন্দ্রসহ গাজার বিভিন্ন এলাকায় বোমা বর্ষণ করেছে ইসরায়েলি সেনারা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এসব হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬২ ফিলিস্তিনি। এর মধ্যে গাজা সিটিতেই নিহত হয়েছেন ৪৯ জন। শনিবারের ভয়াবহ হামলায় অন্তত ছয় হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হন।

গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, দখলদার বাহিনীর অব্যাহত হামলা ও অবরোধে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে স্থানীয় বাসিন্দারা। আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ বলেন, প্রায় প্রতি ১০ থেকে ১৫ মিনিট অন্তর বোমা ফেলছে ইসরায়েলি যুদ্ধবিমান, ফলে মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নিতেও পারছে না।

শনিবারের সবচেয়ে বড় হামলাগুলো চালানো হয় জাতিসংঘ পরিচালিত তিনটি স্কুলে, যেখানে বহু শরণার্থী আশ্রয় নিয়েছিলেন। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বোমা হামলার পাশাপাশি অপুষ্টিজনিত কারণে আরও সাতজন মারা গেছেন, যাদের মধ্যে একাধিক শিশু রয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া আগ্রাসনের পর থেকে অনাহার ও অপুষ্টিতে এখন পর্যন্ত প্রাণ গেছে ৪২০ জনের, এর মধ্যে ১৪৫ জন শিশু।

সর্বশেষ তথ্যানুসারে, ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় এখন পর্যন্ত অন্তত ৬৪ হাজার ফিলিস্তিনি নিহত এবং আরও ১ লাখ ৬৩ হাজার মানুষ আহত হয়েছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD