Logo

আসামে শিক্ষার্থীদের সংঘর্ষ, ৫ বাংলাদেশি ছাত্রকে বহিষ্কার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৫
30Shares
আসামে শিক্ষার্থীদের সংঘর্ষ, ৫ বাংলাদেশি ছাত্রকে বহিষ্কার
ছবি: সংগৃহীত

ভারতের আসামের শিলচরের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি) থেকে বাংলাদেশের পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুতই তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

জানা যায়, গত ৯ সেপ্টেম্বর রাতে হোস্টেলে সহপাঠীদের ওপর হামলায় জড়িয়ে পড়েন এই শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, তারা নেশাগ্রস্ত অবস্থায় লোহার রড, ছুরি ও ধারালো বস্তু নিয়ে চূড়ান্ত বর্ষের সহপাঠীদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন গুরুতর আহত হয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

ঘটনার পর এনআইটি কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে অভিযুক্তদের হোস্টেল থেকে বের করে দেয় এবং দুটি সেমিস্টারের জন্য সাসপেন্ড করে। পরে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। তদন্তে তাদের কক্ষ থেকে মাদকদ্রব্য ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বহিষ্কৃত পাঁচজনই ভারত সরকারের আইসিসিআর স্কলারশিপে পড়াশোনা করছিলেন। তবে এ ঘটনায় কোনো পুলিশি মামলা হয়নি। কলেজ কর্তৃপক্ষের দাবি, তারা অভ্যন্তরীণ তদন্তের ভিত্তিতেই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD