বিয়ের বাস নদীতে পড়ে প্রাণ গেল ১৯ জনের

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি বিয়ের যাত্রীবাহী বাস নদীতে পড়ে অন্তত ১৯ জন নারী ও শিশু প্রাণ হারিয়েছেন। ঘটনাটি জামফারা রাজ্যের ফাস গ্রামের কাছে শনিবার সন্ধ্যায় ঘটেছে।
স্থানীয় পরিবহন কর্মকর্তা জানিয়েছেন, বাসটি আংশিক ধসে পড়া একটি সেতুর ওপর দাঁড়িয়ে ছিল। হঠাৎ বাসটি পেছনের দিকে গড়িয়ে নদীতে পড়ে গেলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বাসে নববধূ ও তার পরিবারের সদস্যরা ছিলেন, যারা কেব্বি রাজ্যের জেগা শহরের দিকে যাচ্ছিলেন।
চালকের ব্রেক ভুলে যাওয়াকে দুর্ঘটনার মূল কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে।
বিজ্ঞাপন
নাইজেরিয়ায় দুর্বল সড়ক অবকাঠামোর কারণে এমন দুর্ঘটনা প্রায়ই ঘটে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছরে দেশটিতে ৯ হাজারের বেশি সড়ক দুর্ঘটনায় পাঁচ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন।
সূত্র: এএফপি
বিজ্ঞাপন
বিজ্ঞাপন