Logo

ইন্দোরে ভয়াবহ ট্রাক দুর্ঘটনা, নিহত ৩

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৭
10Shares
ইন্দোরে ভয়াবহ ট্রাক দুর্ঘটনা, নিহত ৩
ছবি: সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে জনতার ভিড়ে ঢুকে পড়া এক ট্রাকের চাপায় অন্তত তিনজন নিহত হয়েছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) শিকশাক নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও বেশ কয়েকজন গুরুতর আহত হন।

পুলিশ জানায়, মাতাল অবস্থায় ট্রাকচালক প্রথমে দুই মোটরসাইকেল আরোহীকে চাপা দেন। পরে নিয়ন্ত্রণ হারিয়ে জনতার মধ্যে ঢুকে পড়লে বহু মানুষ আহত হন এবং অন্তত ১০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ভিড়ে ট্রাক উঠিয়ে দেওয়ায় চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক মানুষ ট্রাকের নিচে চাপা পড়ে চিৎকার করছিলেন। এ সময় ক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, আটকে থাকা মোটরসাইকেলের ট্যাংক বিস্ফোরণের পরই আগুন ছড়িয়ে পড়ে।

ডেপুটি কমিশনার কৃষ্ণা লালচন্দানি জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই চালককে গ্রেপ্তার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য শহরের বিভিন্ন হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিহতদের মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এক্স পোস্টে লিখেছেন, “ইন্দোরের দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক।” তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন এবং অতিরিক্ত মুখ্য সচিব (স্বরাষ্ট্র) এ ঘটনার তদারকি করবেন বলে জানিয়েছেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD