জেন-জির আপত্তি সত্ত্বেও নেপালের মন্ত্রিসভায় তিন নতুন মন্ত্রী

নেপালের অন্তর্বর্তী সরকারের নতুন মন্ত্রিসভায় যোগ দিলেন তিনজন সদস্য। তরুণ প্রজন্মের (জেন-জি) আপত্তি থাকলেও সোমবার (১৫ সেপ্টেম্বর) কাঠমান্ডুর শীতল নিবাসে আয়োজিত অনুষ্ঠানে প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল তাদের শপথ করান।
নতুন নিয়োগ পাওয়া তিন মন্ত্রী হলেন—অর্থমন্ত্রী রমেশ্বর খনাল, জ্বালানি মন্ত্রী কুলমান ঘিসিং এবং স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী ওম প্রকাশ আর্যাল। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস-প্রেসিডেন্ট রামসহায় প্রসাদ যাদব, জাতীয় পরিষদের চেয়ারম্যান নারায়ণ প্রসাদ দাহালসহ দেশটির শীর্ষ রাজনীতিক ও কর্মকর্তারা।
প্রধানমন্ত্রী সুশীলা কার্কি, যিনি গত ১২ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন, জানিয়েছেন—তার মন্ত্রিসভা সর্বোচ্চ ১৫ সদস্যের মধ্যে সীমিত থাকবে।
বিজ্ঞাপন
এর আগে কুলমান ঘিসিং নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন, ওম প্রকাশ আর্যাল ছিলেন কাঠমান্ডুর মেয়র বালেন শাহর আইনি উপদেষ্টা এবং রমেশ্বর খনাল ছিলেন দেশের সাবেক অর্থসচিব।
তবে আন্দোলনকারীরা অভিযোগ করছেন, নতুন মন্ত্রী নিয়োগে তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। রবিবার রাতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে সুদান গুরুংয়ের নেতৃত্বে বিক্ষোভ হয়। তিনি হুঁশিয়ারি দেন—জেন-জিরা আবার রাস্তায় নামলে তা ঠেকানো সম্ভব হবে না।
বিজ্ঞাপন
দুর্নীতি ও নিপীড়নের বিরুদ্ধে গত ৮ সেপ্টেম্বর শুরু হওয়া আন্দোলনে এখন পর্যন্ত অন্তত ৭২ জন নিহত হয়েছে। সেই আন্দোলনের চাপেই সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করেন এবং সুশীলা কার্কি প্রথম নারী অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন