Logo

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ফের ইসরায়েলি হামলা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ অক্টোবর, ২০২৫, ১৬:৫০
30Shares
যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ফের ইসরায়েলি হামলা
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পরও থেমে থাকেনি সংঘাত। যুদ্ধবিরতির মাত্র একদিন পরই আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ অক্টোবর) ফিলিস্তিনি সূত্রের বরাতে দ্য টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি।

গাজার স্থানীয় গণমাধ্যমের দাবি, উত্তর গাজার জাবালিয়া এলাকায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একটি স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এতে অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তবে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

চুক্তির প্রথম পর্যায়ে নির্ধারিত সময়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এখনো আংশিক প্রত্যাহার সম্পন্ন করেনি। এরই মধ্যে নতুন করে হামলা হলো।

গাজার সূত্রগুলো জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী ও স্থানীয় কর্তৃপক্ষ উভয়ই বাসিন্দাদের সতর্ক করেছে যেন তারা আইডিএফের অবস্থানরত এলাকায় না যান। ধারণা করা হচ্ছে, সেনা চলাচলের সময় জনসমাগমের কারণে পরিস্থিতি জটিল হয়ে ওঠে এবং হামলার ঘটনাটি ঘটে।

এদিকে ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী যুদ্ধবিরতি বাস্তবায়নে সরকার সম্মতি দিয়েছে।

বিজ্ঞাপন

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, মিসরের শারম আল-শেখে হওয়া আলোচনার ভিত্তিতে ইসরায়েলি মন্ত্রিসভা গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের কাঠামো অনুমোদন করেছে। তবে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এ সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।

চুক্তির প্রথম ধাপে ইসরায়েলি সেনারা ২৪ ঘণ্টার মধ্যে গাজার একটি নির্দিষ্ট ‘ইয়েলো লাইন’ থেকে সরে যাবে। এরপর ৭২ ঘণ্টার মধ্যে জীবিত প্রায় ২০ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে হামাস। এরপর ধীরে ধীরে নিহতদের মৃতদেহ ফেরত দেওয়া হবে। বিনিময়ে ইসরায়েল ২ হাজারের বেশি ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে, যাদের মধ্যে ২৫০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং অনেকে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর আটক হয়েছিলেন।

বিজ্ঞাপন

যদিও যুদ্ধবিরতির মেয়াদ নির্দিষ্ট নয়, এটি গাজার দীর্ঘ দুই বছরের বিধ্বংসী যুদ্ধের পর প্রথম আনুষ্ঠানিক শান্তি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। জাতিসংঘের তথ্যমতে, সেই যুদ্ধে ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েক লাখ মানুষ।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD