মুম্বাইয়ে পরীক্ষামূলক মনোরেল দুর্ঘটনা, বিমে ধাক্কা

ভারতের মুম্বাইয়ের ওয়াডালা ডিপোতে পরীক্ষামূলক ট্রায়ালের সময় একটি মনোরেল লাইনচ্যুত হয়ে বিমের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রেনের তিনজন কর্মী আহত হন, যার মধ্যে একজন ট্রেনের ক্যাপ্টেন। দুর্ঘটনায় ট্রেনের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
বিজ্ঞাপন
দুর্ঘটনার সময় ট্রেনে কোনো যাত্রী ছিলেন না। মনোরেল পরিচালনাকারী সংস্থা এমএমএমওসিএল প্রথমে এটিকে “সামান্য ঘটনা” বলে জানিয়েছিল। পরে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেন, তিনজন কর্মী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
গত ২০ সেপ্টেম্বর থেকে মনোরেল সার্ভিস প্রযুক্তিগত সমস্যার কারণে বন্ধ রয়েছে। দুর্ঘটনার সময় সিগন্যালিং পরীক্ষা চলছিল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ট্রেনের প্রথম কোচ বিমের সঙ্গে ধাক্কা খেয়ে উঁচুতে উঠে যায় এবং পেছনের অংশ লাইন থেকে সরে যায়। পরে ভারী ক্রেন দিয়ে সেটি সরানো হয়।
বিজ্ঞাপন
এমএমএমওসিএল জানিয়েছে, তারা দেশের নির্মাতা মেধা এসএমএইচ রেল প্রাইভেট লিমিটেড থেকে নতুন চার-কোচের ১০টি মনোরেল কিনেছে। পরীক্ষা চলাকালেই দুর্ঘটনা ঘটে, তবে প্রতিষ্ঠান নিশ্চিত করেছে, সব সুরক্ষা প্রোটোকল মেনে পরীক্ষা পরিচালিত হচ্ছে।








