পাক-ভারত সংঘাতে ৮ যুদ্ধবিমান পতনের দাবি ট্রাম্পের

পাকিস্তান ও ভারতের সামরিক উত্তেজনা নিয়ে আবারও মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এবার দাবি করেছেন যে, চলতি বছরের মে মাসে দুই দেশের মধ্যে সংঘাতে মোট আটটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। এর আগেও তিনি যুদ্ধবিমান ধ্বংসের কথা বলেছিলেন, তবে তখন সংখ্যাটি সাত বলে উল্লেখ করেছিলেন।
বিজ্ঞাপন
মায়ামিতে আমেরিকান বিজনেস ফোরামে বক্তৃতা দিতে গিয়ে ট্রাম্প বলেন, কসোভো-সার্বিয়া, কঙ্গো-রুয়ান্ডা ছাড়াও পাকিস্তান-ভারতের সেই সংঘাত শান্ত করতে তিনি সরাসরি ভূমিকা রেখেছিলেন। তার ভাষায়, “আমি যখন দুই দেশের সঙ্গে বাণিজ্য আলোচনায় ছিলাম, তখন দেখি পরিস্থিতি যুদ্ধে গড়াতে যাচ্ছে। তখন সাতটি বিমান ধ্বংস হয়েছিল, আরেকটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ছিল—মোট আটটি কার্যত ধ্বংস।”
ট্রাম্প আরও দাবি করেন, তিনি স্পষ্টভাবে সতর্ক করেছিলেন যে, যুদ্ধ চালিয়ে গেলে যুক্তরাষ্ট্র দুই দেশের সঙ্গেই কোনও বাণিজ্য চুক্তি করবে না। এরপরই দুই দেশ তার সঙ্গে যোগাযোগ করে শান্তির পথে ফেরার সম্মতি দেয়।
বিজ্ঞাপন
যদিও ভারতের পক্ষ থেকে এমন হস্তক্ষেপের দাবি বরাবরই অস্বীকার করা হয়েছে। নয়াদিল্লির মতে, যুদ্ধবিরতি ছিল দুই দেশের নিজস্ব সিদ্ধান্ত, যুক্তরাষ্ট্রের চাপে নয়।
মে মাসের চার দিনব্যাপী সেই সংঘাতে দুই দেশই বিমান, ড্রোন ও ভারী অস্ত্র ব্যবহার করে। মানবিক ও সামরিক ক্ষয়ক্ষতির পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয় বলে পাকিস্তানের দাবি। ইসলামাবাদ তখন বলেছিল তারা ভারতের ছয়টি যুদ্ধবিমান নামাতে সক্ষম হয়েছে, যার মধ্যে একটি রাফালও ছিল। তবে ভারত সেই দাবি অস্বীকার করে।
বিজ্ঞাপন
পরে জাতিসংঘ সাধারণ পরিষদেও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, তারা ভারতের সাতটি যুদ্ধবিমান ভূপাতিত করেছিল। সেই বক্তব্যের পর ট্রাম্পও ‘সাতটি বিমান ধ্বংস’-এর প্রসঙ্গ উল্লেখ করেছিলেন। আর এবার তিনি বললেন, সংখ্যা আসলে ছিল আট।








