মেয়র মামদানিকে ‘শর্তযুক্ত সহায়তার’ বার্তা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি যদি ফেডারেল সরকারের সঙ্গে সৌজন্যমূলক আচরণ ও সহযোগিতামূলক মনোভাব রাখেন, তাহলে ওয়াশিংটন তার প্রতি সহায়তার হাত বাড়াতে প্রস্তুত। কাতারভিত্তিক আল-জাজিরার এক প্রতিবেদনে এ কথা উল্লেখ করা হয়।
বিজ্ঞাপন
স্থানীয় সময় মঙ্গলবার ইতিহাস গড়ে নিউইয়র্ক শহরের প্রথম মুসলিম এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নাগরিক হিসেবে মেয়র নির্বাচিত হন মামদানি। দায়িত্ব গ্রহণে তিনি যখন প্রশাসনিক টিম ঘোষণা করছিলেন, ঠিক সেই সময় ট্রাম্প মন্তব্য করেন—মেয়রকে অবশ্যই “ওয়াশিংটনের প্রতি সম্মানজনক হতে হবে।”
যুক্তরাষ্ট্রের ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ফেডারেল সরকারকে সম্মান নিয়ে কাজ করতে হবে। তা না হলে সফল হওয়া কঠিন।’
বিজ্ঞাপন
তিনি আরও যোগ করেন, ‘আমি চাই শহরটা এগিয়ে যাক। সফল হোক। কিন্তু এজন্য তাকে কিছু বিষয় বুঝতে হবে।’
যদিও কথার মাঝেই ট্রাম্প স্পষ্ট করে বলেন, তিনি নিউইয়র্ক শহরের উন্নতি চান, ব্যক্তিগতভাবে মামদানির জন্য নয়।
এর আগে বুধবার এক ভাষণে ট্রাম্প ঘোষণা করেছিলেন যে তার প্রশাসন নতুন মেয়রকে সহায়তা করবে। কিন্তু একই সময় তিনি মামদানিকে ‘কমিউনিস্ট’ আখ্যা দিয়ে সমালোচনাও করেন।
বিজ্ঞাপন
মায়ামিতে এক সমাবেশে তিনি বলেন, নিউইয়র্কে নাকি এমন এক পরিবেশ তৈরি হয়েছে যেখানে “কমিউনিজমের হাত থেকে বাঁচতে মানুষ ফ্লোরিডায় চলে আসছে।”
তার ভাষায়, ‘আমেরিকার সামনে এখন সিদ্ধান্ত খুব স্পষ্ট—কমিউনিজম নয়, সাধারণ বুদ্ধি।’
বিজ্ঞাপন
বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠী, রক্ষণশীল গণমাধ্যম এবং ট্রাম্পের তীব্র বিরোধিতা সত্ত্বেও মামদানির জয় অনেককে অবাক করেছে। দায়িত্ব নেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘জীবনযাত্রার ব্যয় কমানোসহ মানুষের মৌলিক সমস্যা সমাধানে প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে আমি প্রস্তুত। আমরা চাই নিউইয়র্কবাসীরা আরো ভালোভাবে বাঁচুক।’
মজার ছলে তিনি আরও বলেন, ‘হোয়াইট হাউস থেকে এখনো কেউ আমাকে অভিনন্দন জানায়নি।’








