Logo

এবার মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল থাইল্যান্ডও

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ নভেম্বর, ২০২৫, ১২:৪৪
96Shares
এবার মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল থাইল্যান্ডও
ছবি: সংগৃহীত

বাংলাদেশে গত শুক্রবারের ভূমিকম্পের আতঙ্ক কাটতে না কাটতেই মিয়ানমার কেঁপে উঠল। বাংলাদেশ সময় সকাল ১০:৩৯ মিনিটে আন্দামান সাগরে উৎপত্তি হওয়া ৫.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর কম্পন অনুভূত হয়েছে থাইল্যান্ডেও।

বিজ্ঞাপন

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল মিয়ানমারের দাওয়েই শহর থেকে ২৬৭ কিমি পশ্চিম-দক্ষিণপশ্চিমে, এবং ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিমি গভীরে। তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ ও মিয়ানমারে গত কয়েকদিনে ভূকম্পনের ধারাবাহিকতা লক্ষ্য করা গেছে, যা ভূতাত্ত্বিক সক্রিয়তা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।

বিজ্ঞাপন

এর আগে গত শুক্রবার বাংলাদেশে ৫.৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ১০ জনের মৃত্যু হয়। ওই ঘটনার পরদিন আরও তিনবার মৃদু কম্পন অনুভূত হয়, যা আফটারশক বলে মনে করা হচ্ছে।

ভারতের ন্যাশনাল সিসমোলজিক্যাল সার্ভিস (NCS) জানিয়েছে, মিয়ানমারে শনিবার অন্তত তিনটি মৃদু ভূমিকম্প রেকর্ড করা হয়েছে — সকাল ৬:৪১ ও ৭:১৯ মিনিটে যথাক্রমে ৩.৫ ও ৩.৭ মাত্রার, এবং রাত ১১:০১ মিনিটে ৩.৪ মাত্রার।

বিজ্ঞাপন

ভূমিকম্পগুলো এখনো কোনো বড় ক্ষয়ক্ষতির খবর দেয়নি, তবে অঞ্চলটিকে ক্রমাগত ঝুঁকির সতর্কবার্তা দিচ্ছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD