Logo

অভিবাসীবাহী নৌকা ঠেকাতে জাল ব্যবহারের পরিকল্পনা ফ্রান্সের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ নভেম্বর, ২০২৫, ১৪:৫৪
18Shares
অভিবাসীবাহী নৌকা ঠেকাতে জাল ব্যবহারের পরিকল্পনা ফ্রান্সের
ছবি: সংগৃহীত

ইংলিশ চ্যানেল হয়ে যুক্তরাজ্যে পৌঁছাতে প্রতিদিনই ছোট নৌকায় ঝুঁকিপূর্ণ যাত্রা করছেন বহু অনিয়মিত অভিবাসী। এই প্রবাহ দমনে নতুন প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে ফরাসি কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

ফরাসি দৈনিক লো মোন্দ ও অনুসন্ধানী গণমাধ্যম লাইটহাউস রিপোর্টস জানায়, চ্যানেলে ছোট নৌকার গতিরোধে পানিতে এমন বিশেষ জাল ফেলতে চায় ফ্রান্স, যা মোটরকে ‘অকার্যকর’ করে নৌকাকে থামিয়ে দিতে পারে। তবে ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো বিষয়টি নিশ্চিত করেনি।

লো মোন্দকে দেওয়া সাক্ষাৎকারে এক পুলিশ কর্মকর্তা বলেন, নৌকায় জাল ফেলার এই কৌশল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

মানবাধিকার সংগঠনগুলো বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, মাদকবাহী দ্রুতগতির নৌকা থামাতে ব্যবহৃত কৌশল অভিবাসীতে ভরা নড়বড়ে রাবারের নৌকায় প্রয়োগ করা হলে তা “মৃত্যুঝুঁকি বাড়াতে পারে”।

ফরাসি আইনে চ্যানেলে পুলিশ উদ্ধার ছাড়া অন্য কোনো হস্তক্ষেপ করতে পারে না, কারণ এতে আতঙ্ক, বিশৃঙ্খলা ও ডুবে মৃত্যুর সম্ভাবনা বাড়ে।

গত বছরও এ ধরনের হস্তক্ষেপের প্রস্তাব উঠেছিল, কিন্তু সমুদ্র আইনগত সীমাবদ্ধতার কারণে তা কার্যকর হয়নি।

বিজ্ঞাপন

মাঠে কাজ করা সংস্থা ইতুপিয়া ৫৬ বলছে, চ্যানেল পাড়ি ঠেকাতে ফ্রান্স একের পর এক নতুন কৌশল আনছে, যা অভিবাসীদের জীবনকে আরও বিপদের মুখে ঠেলে দিচ্ছে।

সংস্থাটির সদস্যরা জানান, দ্রুত নৌকায় উঠতে গিয়ে অনেক অভিবাসী পড়ে যান, কেউ ঠিকমতো নৌকা ফোলাতে পারেন না, ফলে নৌকা দ্রুত ডুবে যায়। অনেককে সাঁতরে তীরে ফিরতে দেখা যায়।

বিজ্ঞাপন

চলতি বছরে এখন পর্যন্ত যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে চ্যানেলে ২০ জনের বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD