Logo

টাইটানিক যাত্রীর মরদেহে থাকা ঘড়ি রেকর্ডমূল্যে বিক্রি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ নভেম্বর, ২০২৫, ১১:৩২
8Shares
টাইটানিক যাত্রীর মরদেহে থাকা ঘড়ি রেকর্ডমূল্যে বিক্রি
ছবি: সংগৃহীত

টাইটানিক দুর্ঘটনায় নিহত সবচেয়ে ধনী যাত্রীদের একজন ইসিডর স্ট্রাউসের মরদেহ থেকে উদ্ধার হওয়া স্বর্ণের পকেট ঘড়ি নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে।

বিজ্ঞাপন

ইংল্যান্ডের উইল্টশায়ারের ডিভাইজেস শহরের হেনরি অলড্রিজ অ্যান্ড সন নিলাম ঘরে ঘড়িটি ১৭ লাখ ৮০ হাজার পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ২৮ কোটি টাকা, দামে বিক্রি হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, এই দাম টাইটানিক–সম্পর্কিত কোনো ব্যক্তিগত স্মারকের জন্য সবচেয়ে বেশি।

বিজ্ঞাপন

১৮ ক্যারেট স্বর্ণের এই জুলেস জারগেনসেন পকেট ঘড়িটি ১৯১২ সালের দুর্ঘটনার কয়েক দিন পর আটলান্টিক মহাসাগর থেকে স্ট্রাউসের মরদেহ উদ্ধার করার সময় পাওয়া যায়। এরপর ঘড়িটি স্ট্রাউস পরিবার চার প্রজন্ম ধরে যত্নে সংরক্ষণে রেখেছিল।

ইসিডর স্ট্রাউস ছিলেন জার্মানিতে জন্ম নেওয়া মার্কিন ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং নিউইয়র্কের বিখ্যাত মেসিজ ডিপার্টমেন্ট স্টোর–এর সহ-মালিক। টাইটানিক ডুবির রাতে তার স্ত্রী আইডা স্ট্রাউসকে লাইফবোটে উঠতে বলা হলেও তিনি স্বামীকে ছেড়ে যেতে অস্বীকৃতি জানান। আইডার মরদেহ আর কখনো পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

নিলামে আরও বিক্রি হয়েছে, টাইটানিকের লেটারহেডে লেখা আইডা স্ট্রাউসের চিঠি—১ লাখ পাউন্ড, টাইটানিকের যাত্রী তালিকা—১ লাখ ৪ হাজার পাউন্ড, উদ্ধার অভিযানে অংশ নেওয়া আরএমএস কারপাথিয়ার নাবিকদের দেওয়া স্বর্ণপদক—৮৬ হাজার পাউন্ড, মোট মিলিয়ে টাইটানিক–সম্পর্কিত বিভিন্ন স্মারক থেকে প্রায় ৩০ লাখ পাউন্ড উঠেছে।

নিলামকারী অ্যান্ড্রু অলড্রিজ বলেন, এই রেকর্ডমূল্য প্রমাণ করে যে “টাইটানিকের প্রতিটি যাত্রী ও নাবিকের নিজস্ব একেকটি গল্প আজও মানুষকে আকর্ষণ করে।”

তিনি আরও বলেন, “স্ট্রাউস দম্পতি ছিলেন টাইটানিকের চূড়ান্ত প্রেমের গল্প, আর ঘড়ির এই মূল্য সেই ভালোবাসারই প্রতিফলন।”

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD