Logo

সমর্থকদের আন্দোলনের প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২১ ডিসেম্বর, ২০২৫, ১৬:১৬
6Shares
সমর্থকদের আন্দোলনের প্রস্তুতি নিতে বললেন ইমরান খান
ছবি: সংগৃহীত

তোশাখানা দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদণ্ড ঘোষণার পর সমর্থকদের আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

বিজ্ঞাপন

কারাগার থেকেই তিনি এ বার্তা দিয়েছেন বলে জানিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

শনিবার (২০ ডিসেম্বর) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা আসাদ কায়সার ও দলের মহাসচিব সালমান আকরাম রাজা জানান, ইমরান খানের আইনজীবী সালমান সাফদারের মাধ্যমে পাওয়া বার্তায় ইমরান বলেছেন— “যা কিছুই ঘটুক, আমি কারও কাছে কোনো কিছুর জন্য ক্ষমা চাইব না। এ অবস্থানে আমি অটল থাকব।” একই সঙ্গে তিনি সমর্থকদের আন্দোলনের প্রস্তুতি নিতে বলেছেন।

বিজ্ঞাপন

তোশাখানা সংক্রান্ত দুর্নীতির মামলায় ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দেন আদালত। রায়ে উভয়কে ১ কোটি ৬৪ লাখ পাকিস্তানি রুপি করে জরিমানাও করা হয়েছে।

শনিবার রাজধানী ইসলামাবাদের অ্যাকাউন্টিবিলিটি কোর্টের স্পেশাল জজ শাহরুখ আরজুমান্দ এই রায় ঘোষণা করেন। নিরাপত্তাজনিত কারণে আদিয়ালা কারাগারের ভেতরেই আদালতের কার্যক্রম পরিচালিত হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মামলার অভিযোগ অনুযায়ী, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারি কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া উপহার আত্মসাৎ ও প্রতারণার মাধ্যমে বিক্রির অভিযোগে এই সাজা দেওয়া হয়। তোশাখানা সংক্রান্ত দুটি মামলায় ইমরান খান ও বুশরা বিবিকে দোষী সাব্যস্ত করেন আদালত।

বিজ্ঞাপন

রায়ের পর পিটিআই একে ‘রাজনৈতিক প্রতিশোধমূলক মামলা’ হিসেবে অভিহিত করেছে। দলটির নেতারা দাবি করেছেন, ইমরান খানকে রাজনীতি থেকে দূরে রাখতেই এই সাজা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিল মাসে পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় দেড় বছর পর ২০২৩ সালের আগস্টে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। প্রথমে তাকে পাঞ্জাবের অ্যাটক কারাগারে রাখা হলেও পরে তাকে আদিয়ালা কারাগারে স্থানান্তর করা হয়।

বিজ্ঞাপন

এর আগে তোশাখানা সংক্রান্ত আরেক মামলায় নিম্ন আদালত ইমরান খান ও বুশরা বিবিকে ১০ বছরের কারাদণ্ড দিলেও পরে ইসলামাবাদ হাইকোর্ট সেই সাজা বাতিল করেন।

সূত্র: দ্য ন্যাশন

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD