Logo

‘অ্যাভাটার ৩’-এ গোবিন্দ? ভাইরাল ছবির পেছনের সত্য

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২১ ডিসেম্বর, ২০২৫, ১৬:৪১
8Shares
‘অ্যাভাটার ৩’-এ গোবিন্দ? ভাইরাল ছবির পেছনের সত্য
ছবি: সংগৃহীত

বিজ্ঞাপন

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জোর গুঞ্জন— বলিউড অভিনেতা গোবিন্দ নাকি জেমস ক্যামেরনের বহুল প্রতীক্ষিত ছবি ‘অ্যাভাটার ৩: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এ অভিনয় করেছেন। ভাইরাল হওয়া কিছু ছবিতে তাকে নাভি জাতির চরিত্রে দেখা যাওয়ার দাবিও করা হচ্ছে। তবে বাস্তবতা হলো, এসব ছবি ভুয়া।

ফ্রি প্রেস জার্নাল-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভাইরাল ছবিগুলো ফটোশপ কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি। ‘অ্যাভাটার ৩’-এ গোবিন্দের কোনো ক্যামিও বা উপস্থিতি নেই।

বিজ্ঞাপন

ভুয়া ছবিগুলো ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে হাস্যরস। এক ব্যবহারকারী লিখেছেন, “জেমস ক্যামেরন কীভাবে গোবিন্দকে অ্যাভাটার ৩-এ রাজি করালেন?” আরেকজন মজা করে মন্তব্য করেন, “বলিউড স্টাইলে অবশেষে অ্যাভাটার!”

তবে গোবিন্দের সঙ্গে ‘অ্যাভাটার’-এর নাম জড়িয়ে যাওয়ার ঘটনা একেবারেই নতুন নয়। কয়েক বছর আগে সাংবাদিক রাজাত শর্মার সঙ্গে এক সাক্ষাৎকারে গোবিন্দ নিজেই জানিয়েছিলেন, তাকে ‘অ্যাভাটার’ সিনেমার প্রস্তাব দেওয়া হয়েছিল।

গোবিন্দ বলেন, আমেরিকায় থাকার সময় এক ব্যবসায়ীর মাধ্যমে জেমস ক্যামেরনের সঙ্গে তার পরিচয় হয়। সেখানেই সিনেমা নিয়ে আলোচনা হয়। গোবিন্দের দাবি, তিনিই প্রথম ছবির নাম হিসেবে ‘অ্যাভাটার’-এর কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, জেমস ক্যামেরন তাকে জানিয়েছিলেন, ছবির প্রধান চরিত্রটি বিশেষ শারীরিক বৈশিষ্ট্যের হবে এবং অভিনয়ের জন্য শরীর রঙ দিয়ে ঢেকে রাখতে হবে। প্রায় ৪১০ দিনের শুটিংয়ের প্রস্তাব ও ১৮ কোটি টাকার পারিশ্রমিকের কথা বলা হলেও শরীর পেইন্ট করার শর্তে রাজি হননি গোবিন্দ। তার ভাষায়, “ওভাবে কাজ করলে আমাকে হাসপাতালে থাকতে হতো।”

সব মিলিয়ে ‘অ্যাভাটার ৩’-এ গোবিন্দের অভিনয়ের খবর সম্পূর্ণ গুজব। তবে ভক্তদের একাংশ এখনো আশা করছেন, ভবিষ্যতে হয়তো ‘অ্যাভাটার ৪’-এ তাকে সত্যিকারের ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD