Logo

ঢাকার প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘অ্যাভাটার’

profile picture
বিনোদন প্রতিবেদক
১৯ ডিসেম্বর, ২০২৫, ১৪:১২
7Shares
ঢাকার প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘অ্যাভাটার’
ছবি: সংগৃহীত

বিশ্ব সিনেমার ইতিহাসে আলোড়ন তোলা নীলাভ কল্পজগত আবারও বড় পর্দায় হাজির। জেমস ক্যামেরনের বহুল প্রতীক্ষিত কল্পবিজ্ঞান সিরিজের তৃতীয় ছবি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ ডিসেম্বর) একই দিনে বাংলাদেশের দর্শকরাও রাজধানীর স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি উপভোগ করার সুযোগ পাচ্ছেন।

স্টার সিনেপ্লেক্স ইতোমধ্যে ‘নাও শোয়িং’ ঘোষণা করেছে। প্রাথমিকভাবে ১৯ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত সিনেমাটির প্রদর্শনী চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

২০০৯ সালে মুক্তি পাওয়া প্রথম ‘অ্যাভাটার’ সিনেমা বিশ্বজুড়ে সিনেমা ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টি করে। প্রায় ২ দশমিক ৯ বিলিয়ন ডলার আয় করে এটি দীর্ঘদিন সর্বোচ্চ আয়ের ছবির তালিকায় শীর্ষে ছিল।

এরপর ২০২২ সালে মুক্তি পাওয়া দ্বিতীয় পর্ব ‘দ্য ওয়ে অব ওয়াটার’ও প্রায় ২ দশমিক ৩ বিলিয়ন ডলার আয় করে সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখে। মাত্র তিন বছরের ব্যবধানে এবার তৃতীয় কিস্তি নিয়ে দর্শকদের সামনে হাজির হলেন জেমস ক্যামেরন।

লন্ডনে বিশেষ প্রদর্শনীর পর থেকেই ‘ফায়ার অ্যান্ড অ্যাশ’ সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে। অনেকের মতে, এটি নিছক একটি সিনেমা নয়—বরং বড় পর্দায় দেখার মতো এক অনন্য অভিজ্ঞতা।

বিজ্ঞাপন

সমালোচক কোর্টনি হাওয়ার্ড লিখেছেন, এই ছবি আবারও মনে করিয়ে দেয় কেন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা গুরুত্বপূর্ণ। কলাইডারের পেরি নেমিরফ বলেছেন, সিনেমাটি দেখে প্যানডোরায় ফিরে যাওয়ার অনুভূতি হয়েছে।

ভিজ্যুয়াল-অ্যাকশন নিয়েও প্রশংসা করেছেন মাইকেল লি, যিনি এটিকে ভিন্ন এক উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন।

গল্পের দিক থেকেও এবার আসছে নতুন মোড়। আগের পর্বে সুলি পরিবারের বড় ছেলে নেটেয়ামের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার সংগ্রামের মধ্যেই শুরু হবে নতুন অধ্যায়।

বিজ্ঞাপন

এবার প্যানডোরার চিত্র আগের মতো একমাত্র ইতিবাচক থাকবে না। দর্শক প্রথমবারের মতো ‘নাভি’ জাতির অন্ধকার দিকের মুখোমুখি হবেন।

সিনেমার গল্প প্রসঙ্গে জেমস ক্যামেরন জানিয়েছেন, নতুন পর্বে আগুনের প্রতীক হিসেবে উঠে আসবে ‘অ্যাশ পিপল’। তার ভাষায়, এতদিন নাভিদের শুধু ভালো দিকই দেখানো হয়েছে, এবার তাদের ভিন্ন দিক তুলে ধরা হবে। আগে মানুষকে নেতিবাচক আর নাভিদের ইতিবাচক রূপে দেখানো হয়েছিল, এবার সেই ধারণায় পরিবর্তন আসবে।

বিজ্ঞাপন

স্যাম ওয়ার্থিংটন, জোয়ি সালডানা ও ওনা চ্যাপলিনের অভিনয় এবং জেমস ক্যামেরনের ব্যতিক্রমী নির্মাণশৈলীতে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ আবারও বক্স অফিসে নতুন রেকর্ড গড়তে পারে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD