Logo

প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন কুমার শানু

profile picture
বিনোদন ডেস্ক
১৮ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৪
4Shares
প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন কুমার শানু
ছবি: সংগৃহীত

জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী কুমার শানু ও তার প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের দীর্ঘদিনের বিরোধ এবার গড়াল আদালতে।

বিজ্ঞাপন

রীতার করা মানহানিকর মন্তব্যের অভিযোগে মুম্বাই হাইকোর্টে মামলা করেছেন কিংবদন্তি এই গায়ক। একই সঙ্গে ক্ষতিপূরণ হিসেবে তিনি ৩০ লাখ রুপি দাবি করেছেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিচ্ছেদের প্রায় দুই দশক পর সম্প্রতি এক সাক্ষাৎকারে কুমার শানুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন রীতা ভট্টাচার্য। সেখানে তিনি দাবি করেন, অন্তঃসত্ত্বা থাকাকালীন শানু তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছিলেন। এমনকি প্রয়োজনীয় খাবার ও চিকিৎসার খরচও নাকি তিনি দিতেন না।

বিজ্ঞাপন

রীতার আরও অভিযোগ, জীবন রক্ষার তাগিদে তাকে নিজের গয়নাও বিক্রি করতে হয়েছিল। পাশাপাশি কুমার শানুর একাধিক বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়েও প্রকাশ্যে কথা বলেন তিনি।

এই অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আইনি পদক্ষেপ নিয়েছেন কুমার শানু। গায়কের বক্তব্য, এসব মন্তব্য তার দীর্ঘ ৪০ বছরের সংগীতজীবনে গড়ে তোলা সম্মান ও বিশ্বাসযোগ্য ভাবমূর্তিকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

শানুর আইনজীবী সানা রইস খানের মাধ্যমে পাঠানো নোটিশে সংশ্লিষ্ট বিতর্কিত সাক্ষাৎকারের ভিডিও দ্রুত ইন্টারনেট থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, চার দশক ধরে কুমার শানু তার কণ্ঠের জাদুতে কোটি কোটি শ্রোতাকে মুগ্ধ করেছেন। সস্তা প্রচারের উদ্দেশ্যে আনা মিথ্যা অভিযোগ দিয়ে এমন একজন শিল্পীর সুনাম ক্ষুণ্ন করা যাবে না।

বিজ্ঞাপন

উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বর মাসে রীতা ভট্টাচার্যকে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন কুমার শানু। তবে তাতে কোনো সমাধান না হওয়ায় এবার তিনি আনুষ্ঠানিকভাবে আদালতের দ্বারস্থ হলেন।

দীর্ঘ দুই দশক পর প্রাক্তন এই দম্পতির আইনি লড়াই এখন শোবিজ অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD