সিনেমার প্রচারে গিয়ে চরম হেনস্তার শিকার অভিনেত্রী

সিনেমার প্রচারণা অনুষ্ঠানে গিয়ে চরম হেনস্তার শিকার হয়েছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নিধি আগারওয়াল। উপচে পড়া ভিড় ও নিয়ন্ত্রণহীন ধস্তাধস্তির মধ্যে তাকে পোশাক নিয়ে মারাত্মক অস্বস্তিতে পড়তে হয়।
বিজ্ঞাপন
ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেন থেকে শুরু করে শোবিজ অঙ্গনের অনেকেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
ঘটনাটি ঘটে ‘রাজা সাব’ সিনেমার একটি গান মুক্তি অনুষ্ঠানে। অনুষ্ঠান শেষে পেছনের গেট দিয়ে বের হয়ে গাড়িতে ওঠার সময় ভক্ত ও সাধারণ মানুষের ভিড়ের মধ্যে পড়ে যান নিধি। ভিডিওতে দেখা যায়, সেলফি তোলার জন্য একদল মানুষ অভিনেত্রীর খুব কাছে চলে আসে, কেউ কেউ তার গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে।
বিজ্ঞাপন
একপর্যায়ে কয়েকজন তার পোশাক ধরে টান দেয় এবং অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করার চেষ্টা করে। চরম আতঙ্কিত ও দিশাহারা অবস্থায় কোনোভাবে গাড়িতে উঠে নিজের পোশাক সামলাতে দেখা যায় এই অভিনেত্রীকে।
ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সংগীতশিল্পী চিন্ময়ী শ্রীপাদা।
তিনি লেখেন, ‘এরা মানুষ নাকি হায়না? বরং হায়নাদের সঙ্গে তুলনা করলে তাদেরই অপমান করা হবে। এখানে থাকা একদল পুরুষ পরিকল্পিতভাবে একজন নারীকে হেনস্তা করতে জড়ো হয়েছিল।’
বিজ্ঞাপন
চিন্ময়ীর এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার সাহসী অবস্থানের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ সব পুরুষকে এক কাতারে ফেলার সমালোচনা করেছেন।
এ ঘটনায় এখনো পর্যন্ত অভিনেত্রী নিধি আগারওয়াল কিংবা সিনেমাটির নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
তবে এই ঘটনা আবারও প্রশ্ন তুলেছে— তারকাদের প্রচারণা অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর, বিশেষ করে নারী শিল্পীদের ক্ষেত্রে।








