পাখির মাধ্যমে আমাদের আলাপ শুরু হয়েছিল : প্রিয়াঙ্কা

বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার শো-তে উপস্থিত হয়ে বললেন, তাঁর এবং মার্কিন পপ তারকা নিক জোনাসের সম্পর্কের সূত্রপাত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
বিজ্ঞাপন
শো-তে কপিল মজা করে জিজ্ঞেস করেন, ‘আপনি কি পায়রার মাধ্যমে নিককে বার্তা পাঠিয়েছিলেন?’
প্রিয়াঙ্কা হেসে জানান, পায়রা নয়, তবে টুইটারের পাখির মাধ্যমে আমাদের আলাপ শুরু হয়েছিল।
বিজ্ঞাপন
এই উত্তর শুনে কপিল নিজেকে দোষারোপ করে বলেন, আমি তো টুইটারে আছি, কিন্তু আমাকে কেউ প্রেমপত্র পাঠায় না। উল্টো আমার বিরুদ্ধে মামলা হয়!
প্রিয়াঙ্কার এই মজার স্মৃতি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে।








