Logo

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের ভয়াবহ হামলা, নিহত ১০

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২১ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৮
7Shares
দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের ভয়াবহ হামলা, নিহত ১০
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের অদূরে একটি পৌরসভায় অজ্ঞাত বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন, যাদের অবস্থা আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

শনিবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১টার কিছু আগে জোহানেসবার্গ থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বেকারসডাল এলাকায় এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। খবর জানিয়েছে এনডিটিভি।

বার্তা সংস্থা এএফপিকে গাউতেং প্রদেশ পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার ব্রেন্ডা মুরিডিলি জানান, বন্দুকধারীরা হঠাৎ রাস্তায় আক্রমণ চালিয়ে সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি বর্ষণ করে। তবে হামলার পেছনের কারণ কিংবা হামলাকারীদের পরিচয় সম্পর্কে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। বেকারসডাল এলাকাটি মূলত কয়েকটি বড় সোনা খনির কাছে অবস্থিত হওয়ায় সেখানে সবসময় জনসমাগম থাকে।

বিজ্ঞাপন

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি বারের কাছে অবৈধভাবে মদ বিক্রি হচ্ছিল—এমন একটি স্থানে হামলাকারীরা গুলি চালায়। মুহূর্তের মধ্যেই গুলির শব্দে পুরো এলাকা আতঙ্কে ছুটোছুটিতে রণক্ষেত্রে পরিণত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা কোনো ধরনের কথা বা সতর্কতা ছাড়াই পথচারী ও সেখানে আড্ডায় থাকা লোকজনকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ৬ কোটি ৩০ লাখ জনসংখ্যার দেশ দক্ষিণ আফ্রিকায় অপরাধের হার এবং সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। বেকারসডালের এই ঘটনার মাত্র কয়েক দিন আগে, গত ৬ ডিসেম্বর রাজধানী প্রিটোরিয়ার কাছে একটি  হোস্টেলে বন্দুকধারীরা হামলায় ১২ জন নিহত হয়েছিল

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD