জামায়াতের সঙ্গে বৈঠক নিয়ে প্রথমবারের মতো মুখ খুলল ভারত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকের বৈঠক নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে বক্তব্য দিয়েছে ভারত। শুক্রবার (১৬ জানুয়ারি) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এই বৈঠকের সত্যতা নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের অংশ হিসেবেই ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিতভাবে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ ও সংলাপে অংশ নেন।
জামায়াত নেতার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকটিও সেই স্বাভাবিক কূটনৈতিক যোগাযোগ প্রক্রিয়ার মধ্যেই পড়ে বলে মন্তব্য করেন তিনি। তবে বৈঠকটি কেন গোপন রাখা হয়েছিল, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
বিজ্ঞাপন
এর আগে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াত আমির ডা. শফিকুর রহমান নিজেই ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠকের বিষয়টি প্রকাশ করেন।
ওই সাক্ষাৎকারে তিনি বলেন, অন্যান্য দেশের কূটনীতিকরা প্রকাশ্যেই তার সঙ্গে সাক্ষাৎ করলেও সংশ্লিষ্ট ভারতীয় কর্মকর্তা বৈঠকটি গোপন রাখার অনুরোধ জানিয়েছিলেন।
বিজ্ঞাপন
ডা. শফিকুর রহমান তখন আরও জানান, জামায়াত সব দেশের সঙ্গেই স্বচ্ছ ও প্রকাশ্য সম্পর্ক বজায় রাখতে চায়। তার মতে, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ছাড়া দুই দেশের সামনে আর কোনো বাস্তবসম্মত বিকল্প নেই।
জামায়াত আমিরের ওই বক্তব্যের পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলেও তখন ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে শুক্রবারের সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রথমবারের মতো ভারত সরকার এ বৈঠকের বিষয়টি প্রকাশ্যে স্বীকার করল।








