সীমান্ত পেরিয়ে সিরিয়ার ছাগল চুরি করল ইসরায়েলি বাহিনী

সিরিয়ার কৃষকদের মালিকানাধীন প্রায় ২৫০টি ছাগল চুরি করে সেগুলো অধিকৃত পশ্চিম তীরের অবৈধ বসতিতে পাচারের গুরুতর অভিযোগ উঠেছে ইসরায়েলি সেনাসদস্যদের বিরুদ্ধে।
বিজ্ঞাপন
ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল ১২ পুলিশি সূত্রের বরাতে জানিয়েছে, গোলান ব্রিগেডের একটি ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় অভিযান চালানোর সময় এই নজিরবিহীন ঘটনার সঙ্গে জড়িত ছিল। বিষয়টি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট একটি ইউনিটের কমান্ডারকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং কোম্পানি কমান্ডারকে তিরস্কার করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, অভিযানের আগে থেকেই ইসরায়েলি সেনারা ট্রাক প্রস্তুত করে রাখে। পরে সিরিয়ার ভেতরে থাকা একটি বড় ছাগলের পাল জোরপূর্বক ট্রাকে তুলে প্রথমে ইসরায়েলি ভূখণ্ডে আনা হয়। সেখান থেকে সেগুলোকে অধিকৃত পশ্চিম তীরের কয়েকটি অবৈধ আউটপোস্টে থাকা খামারে পাঠিয়ে দেওয়া হয়।
বিজ্ঞাপন
ঘটনাটি প্রকাশ্যে আসে পরদিন সকালে। গোলান মালভূমির বিভিন্ন সড়কে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো কয়েক ডজন ছাগল দেখতে পান স্থানীয় কৃষকরা। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা সেনাবাহিনীকে জানায়। এরপর তদন্ত শুরু হলে পুরো চুরির বিষয়টি সামনে আসে।
ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার সত্যতা পাওয়ার পর সংশ্লিষ্ট পুরো টিমকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে প্রায় ২০০টি ছাগল ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে, যেগুলোর কোনো টিকাদান বা আইনি শনাক্তকরণ চিহ্ন নেই। বাকি ছাগলগুলো সিরিয়ার সীমান্ত অঞ্চলের ভেতরে ছড়িয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটে এই ঘটনা আরও উদ্বেগজনক। ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরায়েল তার সামরিক তৎপরতা ও উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে।
বিজ্ঞাপন
সিরীয় কর্তৃপক্ষের দাবি, গত এক বছরে ওই অঞ্চলে এক হাজারের বেশি বিমান হামলা চালানো হয়েছে এবং চার শতাধিকবার সীমান্ত অনুপ্রবেশ ঘটেছে।
আন্তর্জাতিক আইন অমান্য করে গোলান মালভূমি দখলের পাশাপাশি সাম্প্রতিক এই লুটপাটের অভিযোগ সিরিয়ার কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করেছে। স্থানীয়দের আশঙ্কা, এ ধরনের ঘটনা চলতে থাকলে সীমান্তবর্তী অঞ্চলের জীবিকা ও নিরাপত্তা আরও হুমকির মুখে পড়বে।








